শান্তি ফিরছে মণিপুরে, সোমবার শাহের সফরের দিকে নজর

শান্তি ফিরছে মণিপুরে, সোমবার শাহের সফরের দিকে নজর

ইম্ফল: বিরাট অশান্তির পর মাঝে কয়েকদিন চুপ ছিল রাজ্য। তারপর আবার মণিপুরে অশান্তি ছড়িয়ে পড়ে। সেই অবস্থা কাটিয়ে ফের একবার শান্ত হচ্ছে উত্তর-পূর্বের এই রাজ্য। আগামী সোমবার মণিপুর সফরে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার আগে রাজ্য শান্ত হওয়া ভালো লক্ষণই বটে। সম্প্রতি যে অশান্তির ঘটনা ঘটেছিল তার জন্য ইম্ফল-সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় নতুন করে কার্ফু জারি করতে হয়েছিল প্রশাসনকে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলে জানান হয়েছে। 

মণিপুরের মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিভুক্তদের তালিকায় আনা যায় কি না তা খতিয়ে দেখতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের বিরোধিতা শুরু হয় রাজ্যে। এরপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু হয় রাজ্য। গত ৩ মে জনজাতি ছাত্র সংগঠন ‘অল ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুর’ (এটিএসইউএম)-এর কর্মসূচি ঘিরে অশান্তির সূত্রপাত হয়েছিল। মাঝে কিছুটা শান্ত থাকার পর আবার উত্তপ্ত হয় মণিপুর। পুনরায় জারি হয়েছে কার্ফুও।