মৃত শিশুর মায়েরা অভিশাপ দেবে আপনাকে, মুখ্যমন্ত্রীকে কটাক্ষা শাহের

কটাক্ষ করে শাহ বলেন, “দিল্লি দরবারে এসে  পড়ে থাকলে কোটায় মৃত শিশুদের মায়েরা অভিশাপ দেবেন আপনাকে৷”

নয়াদিল্লি: কোটার জেকে লোন হাসপাতালে গত একমাসে একশোরও বেশি শিশুর মৃত্যু হয়েছে৷ তা নিয়ে খোদ সোনিয়া গান্ধি পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতের কাছ থেকে জবাব তলব করেছেন৷ রাজস্থান কংগ্রেসের সভাপতি অবিনাশ পাণ্ডেকেও দিল্লিতে তলব করেন তিনি৷ এদিকে এই শিশু মৃ্ত্যুর ঘটনাকে নিয়ে আসরে নেমে পড়েছে বিজেপিও৷ গতকালই এ নিয়ে মুখ খুলেছিলেন স্মৃতি ইরানি৷ এদিন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ একহাত নিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে৷

তাঁর কথায়, দিল্লি দরবারে এসে নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ দেখান অশোক গেহলত৷ এদিকে তাঁর রাজ্যের হাসপাতালে ঘটে চলেছে এহেন শিশুমৃত্যুর ঘটনা৷ এমতাবস্থায়, গেহলতকে কটাক্ষ করে শাহ বলেন, “দিল্লি দরবারে এসে  পড়ে থাকলে কোটায় মৃত শিশুদের মায়েরা অভিশাপ দেবেন আপনাকে৷”

যদিও কোটার ঘটনায় অশোক গেহলত সরকার এদিন জানিয়েছে, এই ঘটনায় যাদের গাফিলতি প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে৷ কাউকেই রেয়াত করা হবে না৷ এদিকে শুক্রবার, ওই হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা রঘু শর্মা৷ সেই উপলক্ষে তড়িঘড়ি করে সবুজ কার্পেট পাতা হয়৷ যা রীতিমতো বিতর্ক তৈরি করে৷ প্রশ্ন ওঠে, একশোরও বেশি শিশুমৃত্যুর ঘটনায় কোনও হেলদোল নেই হাসপাতাল কর্তৃপক্ষের, অথচ সব কাজ ফেলে মন্ত্রীমশাইয়ের জন্য কার্পেট বিছিয়ে দিতে ব্যস্ত তারা৷

এদিকে কোটার ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা মুখ খুলেছে কংগ্রেসও৷ রাজস্থান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল৷ এতজন শিশুর কেন মৃত্যু হল তা খতিয়ে দেখছে সরকার৷ বিজেপি এ নিয়ে সংকীর্ণ রাজনীতি শুরু করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *