করোনা আক্রান্ত অমিত শাহ, প্রধানমন্ত্রী কবে কোয়ারেন্টিনে যাবেন? উঠছে প্রশ্ন

করোনা আক্রান্ত অমিত শাহ, প্রধানমন্ত্রী কবে কোয়ারেন্টিনে যাবেন? উঠছে প্রশ্ন

নয়াদিল্লি: করোনা আক্রান্ত দেশের স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ চিকিৎসকদের পরামর্শ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি৷ অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্র টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকর থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ কিন্তু, মোদির মন্দ্রিসভায় সেকেন্ড ইন কমান্ড করোনা আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তা বাড়ছে বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্দরে৷ অমিত শাহের সংস্পর্শে আসা প্রধানমন্ত্রী কবে কোয়ারেন্টিনে যাবেন যাবেন? প্রশ্ন তুলেছে কংগ্রেস৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন অমিত শাহ৷ জ্বর সর্দি-কাশি ছিল তাঁর৷ পরে উপসর্গ বাড়তে থাকায় তাঁর করোনা পরীক্ষা করানো হয়৷ আজ রিপোর্ট করোনা পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি৷ গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে৷ টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার শরীর ভালো আছে, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি৷ আমার অনুরোধ, আমার সঙ্গে যারা সংস্পর্শে এসেছিলেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন এবং গৃহ পর্যবেক্ষণে থাকুন৷’’

অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে বিজেপি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্দরে৷ কেননা, গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ মন্ত্রিসভায় শারীরিক দূরত্ব বজায় রেখে বৈঠক হয়েছিল৷ বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন৷ গত বুধবার মন্ত্রিসভার বৈঠকে অংশ নিয়েছিলেন তিনি৷ মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রীর নিজে৷ অমিত শাহের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ঘিরে এবার প্রশ্ন তুলল কংগ্রস৷ কংগ্রেসের তরফে টুইটে প্রশ্ন তোলা হয়েছে, প্রধানমন্ত্রী কবে সেল্ফ কোয়ারেন্টিনে যাবেন? নাকি নিয়ম শুধুমাত্র সাধারণ মানুষের জন্য? কংগ্রেসের এই প্রশ্ন করে তৈরি হয়েছে বিতর্ক৷

অন্যদিক সম্প্রতি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশন নির্ধারণে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন অমিত শাহ৷ দীর্ঘ সময় ধরে চলে সেই বৈঠক৷ বঙ্গ বিজেপি প্রথম শ্রেণির একাধিক নেতৃত্ব অমিত শাহের সঙ্গে সম্প্রতি বৈঠক করে এসেছেন৷ ফলে সেই বৈঠকের পর অমিত শাহের করোনা সংক্রমণের খবরে আতঙ্ক তৈরি হয়েছে বঙ্গ বিজেপি শিবিরে অন্দরে৷

অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর৷ ওদিন বিজেপির একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন অমিত শাহ৷ বাবুল সুপ্রিয়, স্বপন দাশগুপ্ত, দেবশ্রী চৌধুরী, রাজু বিশ্বাস অমিত শাহের সঙ্গে দেখা করেন৷ তারপর গত পরশুদিন সৌমিত্র খাঁ ও নিশির প্রামাণিক অমিত শাহের সঙ্গে দেখা করেন৷ গতকালও অমিত শাহের  সঙ্গে দেখা করতে গেছিলেন বেশ কয়েকজন বিজেপি নেতা৷ যার মধ্যে রয়েছেন প্রকাশ জাভড়েকর৷ এছাড়াও গোর্খা জনমুক্তি মোর্চার বেশ কয়েকজন প্রতিনিধি দলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন৷ গত মাসের শেষ সপ্তাহে লালকৃষ্ণ আডবাণীর সঙ্গেও দেখা করেন অমিত শাহ৷ রাজনাথ সিং সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেন তিনি৷

অমিত শাহের সংস্পর্শে আসা বঙ্গ বিজেপি নেতৃত্ব কি এবার নিজেরা গৃহ পর্যবেক্ষণে চলে যাবেন? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ যদিও অমিত শাহ কীভাবে করোনা সংক্রমিত হলে তার কারণ স্পষ্ট না হলেও, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছেন, তাঁর সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিরা যেন আইসোলেশন কিংবা করা করোনা  পরীক্ষা করেনন৷ বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির বেশ কয়েকজন সাংসদ গৃহ পর্যবেক্ষণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর করোনা সংক্রান্ত কোনও উপসর্গ নেই৷ তবুও তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন৷ পরে টুইট করে রাজ্যপাল জানিয়েছেন, গত ২০ জুলাই দিল্লি থেকে গুহাটি হয়ে ফিরেছি৷ দিল্লি থেকে ফেরার পর সেল্ফ কোয়ারেন্টিনে ছিলাম৷ ২৪ জুলাই করোনা পরীক্ষা করেছিলাম৷ রিপোর্ট নেগেটিভ এসেছে৷ সুস্থ আছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =