প্রথম ভাষণেই ৫ বার বাংলার নাম আওড়ালেন অমিত শাহ

নয়াদিল্লি: বিপুল জয়ের পরও রাজধানীতে দাঁড়িয়ে পাঁচ-পাঁচ বার বাংলার নাম টেনে আনলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ কোন রাজ্যে কেমন ফলাফল হচ্ছে, এই নিয়ে কথা বলতে গিয়ে বাংলার প্রসঙ্গ টানে আনেন অমিত শাহ৷ টানা পাঁচ বার বাংলার নাম মুখে এনে গর্জে উঠে শাহ৷ বলেন, ‘‘বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে…৷’’ ভারত মাতা

প্রথম ভাষণেই ৫ বার বাংলার নাম আওড়ালেন অমিত শাহ

নয়াদিল্লি: বিপুল জয়ের পরও রাজধানীতে দাঁড়িয়ে পাঁচ-পাঁচ বার বাংলার নাম টেনে আনলেন বিজেপি সভাপতি অমিত শাহ৷ কোন রাজ্যে কেমন ফলাফল হচ্ছে, এই নিয়ে কথা বলতে গিয়ে বাংলার প্রসঙ্গ টানে আনেন অমিত শাহ৷

টানা পাঁচ বার বাংলার নাম মুখে এনে গর্জে উঠে শাহ৷ বলেন, ‘‘বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে, বঙ্গাল মে…৷’’ ভারত মাতা কি জয়ের ধ্বনি দিয়ে বলেন, ‘‘বাংলায় এত অত্যাচার, এত রিগিং হওয়া সত্ত্বেও বিজেপি ১৮টি আসনে জয়ী হয়েছে৷ বাংলায় বিজেপির ঝড় উঠেছে৷’’

এদিন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকেও কটাক্ষ করেন অমিত শাহ৷ বলেন, বুথ ফেরত সমীক্ষার ফলাফল ভুল, ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে ২১টি রাজনৈতিক দল দিল্লি মাথায় তুলে নিয়েছিল৷ বিশেষ করে চন্দ্রবাবু নাইডু যদি এতটা পরিশ্রম আগে করতেন, তাহলে হয়তো আপনার খাতা খুলত৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =