হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানাল তৃণমূল

হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানাল তৃণমূল

নয়াদিল্লি: ত্রিপুরায় তৃণমূলের ওপর অত্যাচার এবং যুব সভানেত্রী সায়নী ঘোষের গ্রেফতারি, এই ইস্যু নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাক্ষাতের সময় চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদরা।  তাঁদের মধ্যে ছিলেন শুখেন্দু শেখর রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ ১৬ জন। দাবি ছিল, অমিত শাহের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তাঁরা প্রতিবাদ চালিয়ে যাবেন। শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এখন জানা গেল, তাঁদের দাবি মেনে ত্রিপুরায় হিংসা বন্ধের আশ্বাস দিয়েছেন অমিত শাহ। সংবাদমাধ্যমে এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  

আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর তৃণমূল সাংসদ বলেন, অমিত শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং সেই রাজ্যে হিংসা বন্ধের সব রকম চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে তৃণমূল এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যে, এই আশ্বাস কতটা কার্যকর হবে বা আশ্বাসের কতটা বাস্তবায়ন ঘটবে। যদিও এখন তারা অপেক্ষা করবে পরিস্থিতি উন্নত হওয়ার। আসলে এদিন অবস্থানে বসে একের পর এক গান করতে থাকেন ঘাসফুল সাংসদরা। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সকলের অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে সকাল থেকে আবেদন করলেও এখনো পর্যন্ত সাড়া মেলেনি। সেই কারণেই তারা প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। সেখান থেকে একদিকে যেমন খেলা হবে স্লোগান তোলা হচ্ছিল, অন্যদিকে গানের মাধ্যমে নিজেদের প্রতিবাদ জাহির করেন তারা। 

উল্লেখ্য, তৃণমূলের যুব সভাপতি সায়নী ঘোষকে গতকাল গ্রেফতার করা হয়েছিল কারণ তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি গাড়ি চাপা দিয়ে একজনকে খুনের চেষ্টা করেছেন! সায়নীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, জামিন পেয়েছেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − seven =