সোনা নয়, ধনতেরাসে বিধায়ক কিনবেন অমিত শাহ: লালু

পাটনা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দীর্ঘদিন ছিলেন জেলে৷ আপাতত জামিনে মুক্তি পেয়ে নিজেকে দুর্গে ফিরেছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব৷ রাজনৈতিক জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন লালুপ্রসাদ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েননি তিনি৷ এই মুহূর্তে হরিয়ানার ৯০টি আসনের

28bd83fb69eab0b7ec3f23171cc09f7e

সোনা নয়, ধনতেরাসে বিধায়ক কিনবেন অমিত শাহ: লালু

পাটনা: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দীর্ঘদিন ছিলেন জেলে৷ আপাতত জামিনে মুক্তি পেয়ে নিজেকে দুর্গে ফিরেছেন দেশের প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব৷ রাজনৈতিক জীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে তীর্যক মন্তব্য করে সংবাদ শিরোনামে উঠে এলেন লালুপ্রসাদ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল প্রসঙ্গে খোঁচা দিতে ছাড়েননি তিনি৷

এই মুহূর্তে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ৪০টি আসনে৷ কংগ্রেস ৩১টি৷ জেজেপি ১০টি ও অন্যান্যদের দখলে গিয়েছে নয়টি আসন৷ ফলে ৯০ আসনের এই বিধানসভা কেন্দ্র এখন ত্রিশঙ্কু৷ ফলে কার হাতে থাকবে হরিয়ানার ক্ষমতা? এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে শুরু করেছে জেজেপি৷
আগামিকাল কংগ্রেস-বিজেপি জেজেপি বিধায়ক দলের বৈঠক ডেকেছে৷ সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা৷ আর এই বৈঠকের পরেই শুরু হয়েছে দল ভাঙানোর জল্পনা৷ এবার এই প্রসঙ্গে অমিত সাহাকে খোঁচা দিতে ছাড়েনি বিহারের জেডিইউ প্রধান লালু প্রসাদ যাদব৷ আজ দুপুরে টুইট করে লালু প্রসাদ যাদব লিখেছেন, আগামিকাল ধনতেরাস৷ গোটা দেশ যখন সোনা কিনবে, ঠিক তখন অমিত শাহ বিধায়ক কিনবেন৷’’

ফলাফল দেখে ইতিমধ্যেই ঘোড়া কেনাবেচার আশঙ্কা প্রকাশ করেছেন হরিয়ানার বাসিন্দারা৷ কর্ণাটক বিধানসভার মতো হরিয়ানা বিধানসভায় একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? এই নিয়ে শুরু হয়েছে জোর চর্চা৷ পর্যবেক্ষক মহলের একাংশের ধারণা, হরিয়ানার দখলে রাখতে বিধায়ক কেনা হতে পারে৷ আর তার জেরে লোভনীয় প্রস্তাব দেওয়া হতে পারে সদ্য জয়ী বিধায়কদের৷ আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক৷ ‌অনেকেই বলতে শুরু করেছেন, বিজেপি কি তাহলে টাকা ছড়িয়ে হরিয়ানা দখলের পথে এগোচ্ছে? যদিও এখনও পর্যন্ত ভোটের ট্রেন্ডিং যা, তাতে সেদিকেই জল গড়াচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়নি৷ নির্বাচন কমিশনের তরফে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হওয়ার পর হরিয়ানার ভাগ্য নির্ধারণ হতে চলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *