মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের যোগ খুঁজছেন অমিত শাহ

রায়পুর: কংগ্রেস সঙ্গে মাওবাদীদের যোগ নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কংগ্রেস ক্ষমতা এলেই মাওবাদীদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। ছত্তিশগড়ের রায়পুরের কর্মীসভা থেকে এমনই দাবি করলেন অমিত শাহ। বৃহস্পতিবার দলের কর্মীসভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মাওবাদের জন্ম হয়। অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকারের সময় মাওবাদ ছড়িয়ে পড়ে। এখন ছত্তিশগড়ে কংগ্রেস সরকার। সেই

মাওবাদীদের সঙ্গে কংগ্রেসের যোগ খুঁজছেন অমিত শাহ

রায়পুর: কংগ্রেস সঙ্গে মাওবাদীদের যোগ নিয়ে সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কংগ্রেস ক্ষমতা এলেই মাওবাদীদের বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। ছত্তিশগড়ের রায়পুরের কর্মীসভা থেকে এমনই দাবি করলেন অমিত শাহ।

বৃহস্পতিবার দলের কর্মীসভায় অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন মাওবাদের জন্ম হয়। অন্ধ্রপ্রদেশে কংগ্রেস সরকারের সময় মাওবাদ ছড়িয়ে পড়ে। এখন ছত্তিশগড়ে কংগ্রেস সরকার। সেই একই পরিস্থিতি এ রাজ্যেও দেখা যাচ্ছে। ছত্তিশগড়ে যখন বিজেপির সরকার ছিল তখন রাজ্য থেকে মাওবাদ নির্মূল হয়ে গিয়েছিল। ফের কংগ্রেস সরকার আসার পরে মাওবাদীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে।

পাশাপাশি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে রাহুল গান্ধীকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে যখন দেশ বিরোধী স্লোগান তোলা হয় তখন এদের সমর্থনে সরব হন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। পুলওয়ামায় জঙ্গি হামলার পর এয়ারস্ট্রাইক হানার প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, পুলওয়ামার হামলার পর ভারত এয়ারস্ট্রাইক করে পাকিস্তানের জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার থাকার জন্যই তা সম্ভব হয়েছে। এয়ারস্ট্রাইকের পর স্পষ্ট বার্তা গোটা বিশ্ববাসী পেয়েছে যে কেউ ভারতীয় সীমান্ত লঙ্ঘন করতে পারবে না। কি করে শক্তিশালী রাষ্ট্র গঠন করতে হয় তা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বিজেপি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতই তৃতীয় রাষ্ট্র যে সার্জিক্যাল এবং এয়ারস্ট্রাইক চালিয়ে শহিদ জওয়ানদের রক্তের প্রতিশোধ নিয়েছে। উন্নয়ন প্রসঙ্গে কংগ্রেসকে তোপ দেগে অমিত শাহ বলেন, কংগ্রেস ৫৫ বছরে যা করেনি। নরেন্দ্র মোদী সরকার তা ৫৫ মাসে করে দেখিয়েছে। অযোধ্যায় রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, বিজেপি নিজের মূল আদর্শ থেকে সরে আসবে না। আদর্শ নিয়ে চলা মানুষের পাশেই থাকবে বিজেপি। অযোধ্যার একই স্থানে বৃহদ রাম মন্দির তৈরি করতে বদ্ধপরিকর বিজেপি। কংগ্রেসের আইনজীবীদের জন্যই তা বাধা পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − sixteen =