নয়াদিল্লি: দীর্ঘ চিকিৎসার পর অবশেষে করোনা নেগেটিভ হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ টুইটারে অমিত শাহা জানিয়েছেন, তিনি করোনামুক্ত। দ্বিতীয় দফার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে করোনা বিধি অনুযায়ী তাকে বেশ কিছুদিন বাড়িতে থাকতে হবে।
আজ আজ টুইট করে অমিত শাহ জানিয়েছেন, তিনি করোনা মুক্ত হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েকদিন তাঁকে বাড়িতে আইসোলেশনে থাকতে হবে। তাঁর এই করোনা যুদ্ধের পিছনে যাদের অবদান রয়েছে, যারা তাঁর সুস্থতা কামনা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন।
গত দু' আগস্ট করোনা আক্রান্ত হন অমিত শাহ। গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। দিল্লি থেকে পাশের রাজ্যের বেসরকারি হাসপাতালে তিনি কেন ভর্তি হলেন, প্রশ্ন তূলেছিল কংগ্রেস। দীর্ঘ চিকিৎসার পর এবার করোনা জয়ী হয়ে নিজের দুর্গে ফিরতে চলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।— Amit Shah (@AmitShah) August 14, 2020
গত দু' আগস্ট নিজের করোনা আক্রান্তের খবর টুইটারে জানিয়েছেন শাহ। টুইটারে অমিত শাহ লিখেছিলেন, ‘‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার শরীর ভালো আছে, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি৷ আমার অনুরোধ, আমার সঙ্গে যারা সংস্পর্শে এসেছিলেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন এবং গৃহ পর্যবেক্ষণে থাকুন৷’’