বাংলার আইন-শৃঙ্খলায় নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ, নয়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি: রাজ্যের আইন-শৃঙ্খলায় নিয়ে উদ্বিগ্ন প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে উদ্বেগ প্রকাশ করছেন তিনি৷ বাংলায় ভোটপরবর্তী হিংসা সংক্রান্ত রিপোর্টের পর্যালোচনা চলছে করে রাজ্য সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে, নিজের দপ্তরে উদবেগ প্রকাশ করলেও রাজ্যের কাছে এখমও কোনও রিপোর্ট চেয়ে পাঠানো হয়নি বলে খবর৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রতিটি রাজ্যের

বাংলার আইন-শৃঙ্খলায় নিয়ে উদ্বিগ্ন অমিত শাহ, নয়া পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রীর

নয়াদিল্লি: রাজ্যের আইন-শৃঙ্খলায় নিয়ে উদ্বিগ্ন প্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের৷ সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে উদ্বেগ প্রকাশ করছেন তিনি৷ বাংলায় ভোটপরবর্তী হিংসা সংক্রান্ত রিপোর্টের পর্যালোচনা চলছে করে রাজ্য সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

তবে, নিজের দপ্তরে উদবেগ প্রকাশ করলেও রাজ্যের কাছে এখমও কোনও রিপোর্ট চেয়ে পাঠানো হয়নি বলে খবর৷ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে প্রতিটি রাজ্যের সঙ্গেই পৃথকভাবে কথা বলতে চান অমিত শাহ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে খুব দ্রত বাংলা-সহ সমস্ত রাজ্যের স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিব ও ডিজিদের ডাকতে পারেন তিনি৷ তবে এই বৈঠকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বিভিন্ন রাজ্য সফর করতে পারেন বলে খবর৷ আসতে পারেন বাংলায়৷ নতুন দায়িত্ব সম্পর্কে অবগত হওয়ার পর অমিত শাহ বিভিন্ন রাজ্যে গিয়ে সংশ্লিষ্ট সরকারের সঙ্গে কথা বলে সীমান্ত পরিদর্শন করতে পারেন৷ পশ্চিমবঙ্গ, অসম ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতেও পারেন অমিত৷ আগামী ১৭ জুন থেকে শুরু হবে সপ্তদশ লোকসভার অধিবেশন৷ জুলাই বাজেট৷ তার আগেই স্বরাষ্ট্রমন্ত্রী চেষ্টা করবেন পশ্চিমবঙ্গ সফর করতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =