ওমিক্রন উদ্বেগের মধ্যেই হদিশ মিলল করোনার নতুন প্রজাতির, পোশাকি নাম IHU

ওমিক্রন উদ্বেগের মধ্যেই হদিশ মিলল করোনার নতুন প্রজাতির, পোশাকি নাম IHU

নয়াদিল্লি: ওমিক্রন উদ্বেগের মধ্যেই মিলল নতুন করোনা ভাইরাস IHU। যা ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক হতে পারে বলে আশঙ্কা। এমনটাই জানিয়েছে ফ্রান্সের ইনস্টিটিউট IHU মেডিটেরিয়ানের বিজ্ঞানীরা৷ করোনার এই নতুন প্রজাতির বৈজ্ঞানিক নাম B.1.640.2৷ গবেষকরা জানিয়েছেন আলফা, বিটা, গামা, ডেল্টা, ওমিক্রনের পর নয়া ভ্যারিয়েন্টের এই ভাইরাসের মধ্যে রয়েছে ৪৬টি মিউটেশন৷ যা ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামন হতে পারে৷ ওমিক্রনে রয়েছে ৩২টি মিউটেশন৷ তাই ওমিক্রনের চেয়ে দ্রুত এই ভাইরাস মানবদেহে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের৷ আফ্রিকার ক্যামেরুন থেকেই মূলত এই  ভাইরাস ছড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷ সংক্রামক হলেও, ওমিক্রনের মতো এরও মারণ ক্ষমতা কম বলেই আপাতত অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন- পাল্টে যাচ্ছে নিভৃতবাসের সময়, নয়া কোভিড প্রোটোকল জারি করতে চলেছে ICMR

এদিকে, বিশ্বজুড়ে কয়েক লক্ষ মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টের প্রভাবে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর হার খুব একটা বেশি না হলেও, অন্য একটি উদ্বেগ প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ হু-র আশঙ্কা, যে হারে ওমিক্রন ছড়িয়ে পড়ছে, তাতে ফের কোনও নতুন ভ্যারিয়েন্ট দেখা দিতে পারে, যা আরও ভয়ঙ্কর ও শক্তিশালী হতে পারে। তবে ওমিক্রন এখনও পর্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ না করায় করোনার “শেষের শুরু” হতে চলেছে বলে অনেক বিজ্ঞানীই আশা প্রকাশ করেছেন৷ সেই সঙ্গে আরও শক্তিশালী ভ্যারিয়েন্টের উৎপত্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি তাঁরা৷ 

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র এমার্জেন্সি অফিসার ক্যাথেরিন স্মলউড একটি সাক্ষাৎকারে বলেন, “ওমিক্রন যত বেশি করে সংক্রমণ ছড়াচ্ছে, ততই তার সংক্রমণ ক্ষমতা বাড়ছে। পরিবর্তন আসার সঙ্গে সঙ্গে নয়া ভ্যারিয়েন্ট তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ছে। ওমিক্রনও ভয়ঙ্কর, প্রাণঘাতী৷ তবে ডেল্টার তুলনায় এর মারণ ক্ষমতা কিছুটা কম৷ তবে পরবর্তী ভ্যারিয়েন্ট কতটা শক্তিশালী হবে তা কে বলতে পারে!” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *