এবার শিয়ালদহ-রাজধানীর দখল নিচ্ছে অ্যামাজন

নয়াদিল্লি : অনলাইন শপিং সংস্থা অ্যামাজনের সঙ্গে চুক্তি করতে চলেছে ভারতীয় রেল৷ ভারতীয় রেলের তরফে ২টি ট্রেনের পার্সেল ভ্যান অ্যামাজনকে দেওয়া হবে৷ যার মধ্যে একটি রয়েছে শিয়ালদহ-রাজধানী ও মুম্বই-রাজধানী এক্সপ্রেস৷ আপাতত ১ মাসের পরীক্ষামূলক ভাবে এই কাজ চলবে৷ এই পদ্ধতি প্রয়োজন পড়লে ৩ মাস পর্যন্ত বাড়তে পারে রেল৷ রেলের মালবাহী কামরায় ২.৫ টন মাল রাখার

এবার শিয়ালদহ-রাজধানীর দখল নিচ্ছে অ্যামাজন

নয়াদিল্লি : অনলাইন শপিং সংস্থা অ্যামাজনের সঙ্গে চুক্তি করতে চলেছে ভারতীয় রেল৷  ভারতীয় রেলের তরফে ২টি ট্রেনের পার্সেল ভ্যান অ্যামাজনকে দেওয়া হবে৷ যার মধ্যে একটি রয়েছে শিয়ালদহ-রাজধানী ও মুম্বই-রাজধানী এক্সপ্রেস৷ আপাতত ১ মাসের পরীক্ষামূলক ভাবে এই কাজ চলবে৷ এই পদ্ধতি প্রয়োজন পড়লে ৩ মাস পর্যন্ত বাড়তে পারে রেল৷

রেলের মালবাহী কামরায় ২.৫ টন মাল রাখার জায়গা পাবে অ্যামাজন৷ বাকি ১.৫ টন জায়গা খালি রাখা হবে অন্যান্যদের জন্য৷ তবে, ভারতীয় রেলের পক্ষ থেকে লোডিং ও আনলোডিংয়ের বিষয়টি অ্যামাজনের হাতে যাওয়ায় ক্ষুব্ধ রেলের শ্রমিকরা৷ তাঁদের দাবি, মাল লোডিং আনলোডিংয়ের ক্ষেত্রে অ্যামাজনের আধিপত্য বাড়লে কাজ হারাবেন শ্রমিকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eight =