Aajbikel

দুর্যোগ কাটছে না, অমরনাথ যাত্রায় গিয়ে আটকে প্রায় ৬ হাজার

 | 
অমরনাথ

শ্রীনগর: জম্মু-কাশ্মীরে অমরনাথ তীর্থযাত্রা শুরু হওয়া নিয়ে ভক্তদের মধ্যে ভীষণ উত্তেজনা থাকে। কিন্তু চলতি বছর এই নিয়ে পরপর তিনদিন এই যাত্রা স্থগিত করে দেওয়া হল। না, জঙ্গি হামলার ভয় নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া এই সিদ্ধান্তের জন্য দায়ী। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় বৃষ্টি এবং অমরনাথের যাত্রাপথের কোথাও কোথাও তার কারণে ধস নামার কারণে এই যাত্রা আপাতত বন্ধ করা হয়েছে। প্রশাসনের তরফে কোনও রকম ঝুঁকি নেওয়া হয়নি। আর এর ফলেই ভূ-স্বর্গে আটকে পড়েছেন ৬ হাজার পুণ্যার্থী। 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৬ হাজার যাত্রীদের মধ্যে জম্মুর সাম্বায় আটকে আছে প্রায় ১ হাজার ২০০ জন। অন্যদিকে, ১ হাজার ১০০ জন কাঠুয়ায় এবং উধমপুরে আটকে রয়েছেন ৬০০ পুণ্যার্থী। তাদের থাকা এবং খাওয়ার বন্দোবস্ত ইতিমধ্যেই করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানান হয়েছে। একই সঙ্গে এটাও বলে দেওয়া হয়েছে, আবহাওয়ার কোনও উন্নতি না হওয়া পর্যন্ত এই অমরনাথ যাত্রা চালু করা হবে না, কোনও পুণ্যার্থী অমরনাথ গুহায় যেতে পারবেন না। এমনিতেই বৃষ্টি এবং ধসের কারণে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক বন্ধ। তার ফলেও বহু পর্যটক আটকে আছেন। 

প্রসঙ্গত, গত ১ জুলাই শুরু হয়েছে অমরনাথ যাত্রা। ৩১ অগস্ট শেষ হবে। কিন্তু এরই মধ্যে তিনদিন এই যাত্রা বন্ধ করতে বাধ্য হল প্রশাসন। যদিও ইতিমধ্যেই ৮০ হাজার পুণ্যার্থী অমরনাথ গুহা দর্শন করেছেন। বাকিদের ভাগ্যে সেই দর্শন থাকে কিনা তা ঠিক করে দেবে আবহাওয়ার ভোলবদলই। 

Around The Web

Trending News

You May like