ভারতে হামলা চালাতে ভিডিও বার্তা আল কায়দার

নয়াদিল্লি: এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলে চূড়ান্ত হুমকি জঙ্গি সংগঠন আল কায়দার৷ ভারতের বিরুদ্ধে লাগাতার হামলা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছে নির্দেশ৷ একই ভিডিও প্রকাশ করে জেহাদিদের হামলা চালিয়েও যাতে নির্দেশ দিয়েছে আল কায়দার প্রধান এয়মান আল৷ কেন্দ্র সরকারের উপর চাপ বাড়িয়ে ভিডিও বার্তায় হিজবুল মুজাহিদ্দিনের মৃত কমান্ডারের ছবি তুলে ধরে বদলা নেওয়াও নির্দেশ

ভারতে হামলা চালাতে ভিডিও বার্তা আল কায়দার

নয়াদিল্লি: এবার কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে কাঠগড়ায় তুলে চূড়ান্ত হুমকি জঙ্গি সংগঠন আল কায়দার৷ ভারতের বিরুদ্ধে লাগাতার হামলা চালিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছে নির্দেশ৷ একই ভিডিও প্রকাশ করে জেহাদিদের হামলা চালিয়েও যাতে নির্দেশ দিয়েছে আল কায়দার প্রধান এয়মান আল৷

কেন্দ্র সরকারের উপর চাপ বাড়িয়ে ভিডিও বার্তায় হিজবুল মুজাহিদ্দিনের মৃত কমান্ডারের ছবি তুলে ধরে বদলা নেওয়াও নির্দেশ দেওয়া হয়েছে৷ কাশ্মীরকে ‘স্বাধীন’ করার ক্ষেত্রে জঙ্গি লড়াই চালিয়ে যাবে বলেও জানানো হয়েছে৷ এই কাজে কার্যত পাকিস্তানের সহযোগিতাও চাওয়া হয়েছে৷

কাশ্মীরকে ‘স্বাধীন’ করার কাজে কীভাবে হামলা চালাতে হবে, তারও নির্দেশ দেওয়া হয়েছে৷ জঙ্গিদের সাফ জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ভাবেই মসজিদ বা মুসলিম প্রভাবিত এলাকায় বিস্ফোরণ ঘটানো যাবে না৷ এমনকী, স্থানীয় কাশ্মীরি বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলারও নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 17 =