পদে খোয়াতেই নিজের চাকরি থেকে ইস্তফা অলোক বর্মার

নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টরের পদ থেকে অপসারণের পর এবার নিজের চাকরি থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা৷ সুপ্রিম কোর্ট তাঁকে পুরানো পদে ফিরিয়ে দেওয়ার পর ঠিক দু’দিনের মাথায় সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মাকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি৷ তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দমকলের ডিরেক্টর জেনারেল করা হয়৷ কিন্তু, সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে দমকলের ডিরেক্টর পদে যোগ

পদে খোয়াতেই নিজের চাকরি থেকে ইস্তফা অলোক বর্মার

নয়াদিল্লি: সিবিআই ডিরেক্টরের পদ থেকে অপসারণের পর এবার নিজের চাকরি থেকে ইস্তফা দিলেন অলোক বর্মা৷ সুপ্রিম কোর্ট তাঁকে পুরানো পদে ফিরিয়ে দেওয়ার পর ঠিক দু’দিনের মাথায় সিবিআইয়ের ডিরেক্টর অলোক বর্মাকে সরিয়ে দেয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি৷ তাঁকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে দমকলের ডিরেক্টর জেনারেল করা হয়৷ কিন্তু, সিবিআইয়ের ডিরেক্টর পদ থেকে দমকলের ডিরেক্টর পদে যোগ না দিয়ে চাকরি থেকেই ইস্তফা দেন তিনি৷

সিবিআই ডিরেক্টর পদ থেকে দ্বিতীয়বার জন্য বহিস্কার হওয়ার পর নাম না করে খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন অলোক বর্মা৷ সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাতকারে তিনি দাবি করেন, ‘‘মিথ্যে, তুচ্ছ ও প্রমাণহীন অভিযোগের ভিত্তিতে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে৷ আমি প্রতিষ্ঠানের নাম বজায় রাখার চেষ্টা করেছিলাম৷ কিন্তু, সিবিআই-এর মতো প্রতিষ্ঠানকে প্রভাবমু্ক্ত করার জেরেই আমাকে সরতে হল৷ এই মুহূর্তে প্রতিষ্ঠাকে ধ্বংস করার চেষ্টা হয়েছে৷’’

বর্মা বলেন, “উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল সিবিআই ডিরেক্টরের পদ থেকে আমাকে সরিয়ে দিয়েছে৷ কিন্তু আমি সিবিআইয়ের স্বতন্ত্রতা ও অখণ্ডতা বজায় রাখার চেষ্টা করেছিলাম৷’’ তাঁর বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হয়েছে, তার কোনওটা ভিত্তিহীন, কোনওটার তথ্যপ্রমাণ নেই, কোনওটা পুরোপুরি মিথ্যে বলেও জানান তিনি৷ সমস্ত অভিযোগ উড়িয়ে বর্মার মন্তব্য, ‘‘এমন এক অফিসারের অভিযোগের ভিত্তিতে আমাকে সরানো হল, যিনি নিজেই অপরাধী’’

বৃহস্পতিবারই অলোক বর্মাকে ডিরেক্টর পদ থেকে সরানোর সিদ্ধান্ত নেয় উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেল৷ প্যানেলে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মল্লিকার্জুন খাড়গে। প্রধান বিচারপতির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি৷ দুই-এক ভোটের ভিত্তিতে অলোকে ফের অপসারণ করা হয়৷ বৃহস্পতিবার সিভিসির রিপোর্টের ভিত্তিতে তাঁকে সরিয়ে দেওয়া হয় বলে খবর৷ সিবিআই প্রধান অলোক বর্মা নিজের জায়গা ফিরে পাওয়ার দ্বিতীয় দিনেই সরিয়ে দিলেন পাঁচ অফিসারকে৷ দেশের শীর্ষ আদালতের রায়ের ভিত্তিতে সিলেক্ট কমিটির গুরুত্ব বৈঠকে বসেন প্রধানমন্ত্রী৷ পরে, মোদি ও মল্লিকার্জুন খার্গের আপত্তির জেরে তাঁকে অপসারিত করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =