#Budget2022: জল পৌঁছতে বিপুল বরাদ্দ, সব পোস্ট অফিস ব্যাঙ্কিংয়ের আওতায়

#Budget2022: জল পৌঁছতে বিপুল বরাদ্দ, সব পোস্ট অফিস ব্যাঙ্কিংয়ের আওতায়

নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে চার নম্বর বাজেট পেশ করছেন নির্মলা সীতারমণ। করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে আজ পেপারলেস বাজেট পেশ করছেন তিনি। এদিন বাজেট বক্তব্যের শুরুতেই তিনি তাদের কষ্টের কথা বলেন যারা করোনা পরিস্থিতির জন্য সমস্যার মধ্যে পড়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, ১০০ শতাংশ পোস্ট অফিসই আসবে ব্যাঙ্কিংয়ের আওতায় এবং জল পৌঁছতে বিপুল বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: #Budget2022: শেয়ার বাজারে আসছে জীবন বিমা নিগমের IPO

বাজেট ভাষণের মধ্যে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ২০২২-২৩ সালে ৩.৮ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে। এর জন্য ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরকারের তরফে। অন্যদিকে ১০০ শতাংশ পোস্ট অফিসকেই কোর ব্যাঙ্কিংয়ের আওতায় আনা হচ্ছে। অনলাইনেই ব্যাঙ্ক থেকে পোস্ট অফিসে টাকা লেনদেন করা যাবে। পাশাপাশি সুবিধা মিলবে এটিএম, নেট ব্যাঙ্কিংয়ের। একই সঙ্গে জানান হয়েছে, এই বাজেটে সাতটি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে। যা হল, প্রধানমন্ত্রী গতিশক্তি, সার্বিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, শক্তি, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ এবং বিনিয়োগে সাহায্য।

বাজেট পেশ করে তিনি আরও বলেন, তৈলবীজের আমদানি কম করতে দেশে উৎপাদনের ওপর জোর দেওয়া হবে। এদিকে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করা হবে। এছাড়াও জৈবকৃষির জন্য কৃষি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে বলেও জানিয়েছেন নির্মলা। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে সার দেওয়া হবে এবং কৃষির জন্য স্টার্ট-আপ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর আরও সংযোজন, আগামী তিন বছরে ৪০০ টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। ১ হাজার প্রধানমন্ত্রী গতিশক্তি কার্গো টার্মিনাল গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *