হাইকোর্টের নির্দেশ, তো কী হয়েছে? আমি মানব না: যোগী

হাইকোর্টের নির্দেশ, তো কী হয়েছে? আমি মানব না: যোগী

f059d20375c987e3ced075c83cd0318c

লখনউ: হাইকোর্টের নির্দেশ যাই হোক না কেন, তা তিনি মানছেন না। সাফ জানিয়ে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ। নাম ও ঠিকানা-সহ সিএএ বিরোধীদের একটি পোস্টার লাগিয়েছিল যোগী আদিত্য নাথ। সোমবার এলাবাদ হাইকোর্ট যোগী সরকারকে সেই পোস্টার সরিয়ে নিয়েও নির্দেশ দেয়। কিন্তু সরাসরি সেই নির্দেশ আগ্রাহ্য করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ওই পোস্টার কোনওভাঊবে সরামনো হবে না।

মঙ্গলবার যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মণি ত্রিপাঠী জানিয়েছেন, ‘আমরা আদালতের নির্দেশ খতিয়ে দেখছি। দেখতে হবে কিসের ভিত্তিতে আদালত ওই পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এই বিষয়ে মুখ্যমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে যাঁরা রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করছে, তাদের কোনওভাবেই ছেড়ে দেওয়া হবে না। দাঙ্গাবাজদের পোস্টার যদি সরিয়েও নেওয়া হয়, তবে তাদের বিরুদ্ধে যেমমন মামলা চলছে, তেমনি মামলা চলবে।’

সিএএ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে পড়ে উত্তর প্রদেশ। ঘটনায় ৪০ জনের মৃত্যু হয়। বহু ভাঙচুর হয়।  ভাঙচুর যাঁরা করেছেন, তাদের  থেকে ক্ষতিপূরণ আদালয় করতে হবে, তা ঘোষণা করে উত্তর প্রদেশের সরকার। এই বিষয়ে উত্তর প্রদেশ প্রশাসন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়। দাঙ্গাকারীদের ছবি, নাম ও পোস্টার-সব লখনউয়ের রাস্তায় একটি পোস্টার টাঙায় বিজেপি। ‌বিজেপির এই সিদ্ধান্তের বিরোধিতা করে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয় এক ব্যক্তি। সেই মামলাতেই রায় দেওয়ার সময় এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশ সরকারকে অবিলম্বে ওই পোস্টার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *