কোরবানির ছাগলের শরীরে লেখা ‘আল্লা’! দর উঠল কত জানেন?

লখনউ: উৎসর্গের উৎসব ইদুজ্জোহা৷ ইদুজ্জোহাকে কোরবানিও বলা হয়৷ আরবি কুরব শব্দ থেকে এসেছে কোরবানি৷ যাকে বাংলা করলে দাঁড়ায় নৈকট্য৷ প্রতি বছর আরবি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি উৎসব পালিত হয়৷ বাঙালির দুর্গোৎসবের মতোই এই ইদুজ্জোহা উৎসবের আনান্দ কোনও অংশেই কম নয়৷ মিলনের উৎসব ইদুজ্জোহা সম্প্রীতির উৎসব ইদুজ্জোহা৷ সোমবার ঈদ৷ চলছে উৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি৷

কোরবানির ছাগলের শরীরে লেখা ‘আল্লা’! দর উঠল কত জানেন?

লখনউ: উৎসর্গের উৎসব ইদুজ্জোহা৷ ইদুজ্জোহাকে কোরবানিও বলা হয়৷ আরবি কুরব শব্দ থেকে এসেছে কোরবানি৷ যাকে বাংলা করলে দাঁড়ায় নৈকট্য৷ প্রতি বছর আরবি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি উৎসব পালিত হয়৷ বাঙালির দুর্গোৎসবের মতোই এই ইদুজ্জোহা উৎসবের আনান্দ কোনও অংশেই কম নয়৷ মিলনের উৎসব ইদুজ্জোহা  সম্প্রীতির উৎসব ইদুজ্জোহা৷

সোমবার ঈদ৷ চলছে উৎসব উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি৷ বাজারে বাজারে বিক্রি হচ্ছে কোরবানির মহিষ, ছাগল ভেড়া, প্রভৃতি৷ দার উঠছে বেশ৷ কিন্তু, জানেন এবারের কোরবানিতে এমন একটি ছাগল দেখা মিলেছে, যার দাম উঠেছে ৮ লক্ষ টাকা। কিন্তু হঠাৎ কেন ৮ লক্ষ টাকা দাম একটি ছাগলের?

কোরবানির ছাগলের শরীরে লেখা ‘আল্লা’! দর উঠল কত জানেন?গোরক্ষপুরের পশু ব্যবসায়ী জানিয়েছেন, বিশেষ এই ছাগলটি শরীরে লেখা রয়েছে ‘আল্লাহ’। ছাগলটি আসলে ঈশ্বরের দূত হিসাবে পাঠানো হয়েছে। যেহেতু ওই ছাগলটির গায়ে ‘আল্লা’ শব্দটি লেখা আছে, ফলে কোরবানি তাকে উৎসর্গ করা গেলে মনস্কামনা পূরণ হতে পারে। আর এই কারণেই চড়েছে দাম। দর উঠেছে ৮ লক্ষ টাকার বেশি।

ব্যবসায়ী জানিয়েছেন, এই ছাগলটিকে তিনি প্রতিদিন ৮০০ টাকার বেশি খরচ করে বড় করেছেন৷ চার বছর ধরে লালন পালন করেছেন ওই ছাগলটি৷ এখন ‘আল্লা’ লেখা ওই ছাগলটির ওজন ৯৫ কেজি। সংবাদ সংস্থাকে ব্যবসায়ী জানিয়েছেন, তিনি চান এই কোরবানি কোন ক্রেতা ছাগলটি কিনে তার মনোস্কামনা পুরন করুক৷ তবে, শেষ পর্যন্ত ওই ছাগলটি বিক্রি হয়েছে কি না, তা আবশ্য জানানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 18 =