১৫ মিনিটেই শেষ রেলের টিকিট, ১ ঘণ্টায় উধাও ৭ দিনের টিকিট

১৫ মিনিটেই শেষ রেলের টিকিট, ১ ঘণ্টায় উধাও ৭ দিনের টিকিট

 

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রুখতে আগেই রেল চলাচলে বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র৷ থমকে গিয়েছিল ভারতের বৃহত্তম গণপরিবহ ব্যবস্থা৷ দেশের বিভিন্ন প্রান্তে আটকে গিয়েছিলেন কয়েক লক্ষ মানুষ৷ করোনা রুখতে জারি হয়েছিল লকডাউন বিধি৷ লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছিলেন বহু মানুষ৷ করোনা ঠেকাতে লকডাউন ঘোষণার ৪৯ দিনে নতুন করে শুরু হচ্ছে রেল চলাচল৷ রেল চলাচল শুরু হওয়ার ঘোষণা হতে না হতেই ট্রেনের টিকিট বুকিংয়ে হার দেখে স্তম্ভিত রেলমন্ত্রক৷ টিকিট বুকিং পর্ব শুরু হওয়ার ১৫ মিনিটে শেষ প্রথম দিনের টিকেট৷ ১ ঘণ্টার মধ্যে উধাও প্রথম ৭ দিনের টিকিট৷

মাত্র ১৫ মিনিটের মধ্যেই শেষ প্রথম দিনের ট্রেনের টিকিট৷ হাওড়া থেকে দিল্লি যাওয়ার প্রথম দিনের ট্রেনের টিকিট শেষ হয়ে গিয়েছে৷ এক ঘণ্টার মধ্যে পরপর সাত দিনের টিকিট পুরোপুরি বিক্রি হয়ে গিয়েছে৷ বুকিং চালুর ১৫ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছে ১০৭২টি টিকিট৷ প্রথম পাঁচ মিনিটে শেষ হয়ে গিয়েছে প্রথম শ্রেণির টিকিট৷ শেষ হয়ে গিয়েছে প্রথম দিল্লি থেকে হাওড়া ফেরার ট্রেনের টিকিট৷ কাল থেকেই চালু হচ্ছে বিশেষ প্যাসেঞ্জার ট্রেন৷ আজ বিকেলে বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিটের মধ্যেই শূন্য হয়ে গিয়েছে টিকিট৷ ১ ঘণ্টার মধ্যে হাওড়া থেকে দিল্লি যাওয়ার ৭ দিনের সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে৷

প্রথমে আজ বিকেল চারটে থেকে টিকিট বুকিংয়ের পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা প্রযুক্তিগত কারণে দু’ঘণ্টা পিছিয়ে দেয় আইআরসিটিসি কর্তৃপক্ষ৷ সন্ধ্যে ছ’টা থেকে শুরু হয় অনলাইনে টিকিট বুকিং৷ কিন্তু ৬টা বাজতে না বাজতে ট্রেনের টিকিট বুকিং পর্ব শুরু হতেই হুড়মুড়িয়ে বিক্রি হয়ে যায় সমস্ত টিকিট৷ হাওড়া থেকে দিল্লিগামী ট্রেনের টিকিট বিক্রি হয়েছে মাত্র ১৫ মিনিটের মধ্যেই৷ প্রথম পাঁচ মিনিটেই প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়ে যায়৷ এসি থ্রিটিয়ার টিকিট ৭ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়৷ ১৫ মিনিটের মধ্যে বাকি সংরক্ষিত কামরা টিকিটগুলি নিঃশেষ হয়ে গিয়েছে৷ প্রথম ১ ঘণ্টার মধ্যে শেষ ৭ দিনের টিকিট৷ আইআরসিটিসি তরফে আগেই জানানো হয়েছিল, কোন স্বীকৃত এজেন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে না৷ ফলে এক্ষেত্রে ব্যক্তিগত প্রোফাইল থেকেই টিকিট কাটেন যাত্রীরা৷

বিজ্ঞপ্তি জারি করে রেল মন্ত্রকের আগেই জানানো হয়েছে, আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সরাসরি টিকিট কাটা যাবে৷ কিন্তু, কোন এজেন্ট মারফত টিকিট কাটা যাবে না৷ ৭ দিনের অ্যাডভান্স রিজার্ভেশন করা যাবে৷ আরএসসি, ওয়েটিং লিস্টে কোনও ব্যবস্থা রাখা হচ্ছে না৷ তৎকাল, প্রিমিয়াম তৎকাল টিকিটের ব্যবস্থা থাকছে না বলেও নির্দেশিকা জানানো হয়েছে৷ ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে টিকিট বাতিল করা যাবে৷ সে ক্ষেত্রে মাত্র ৫০ শতাংশ টাকা ফেরত পাবেন যাত্রীরা৷ বাকি ৫০% টাকা নিজেদের হেফাজতে নেবে রেল৷ কনফার্ম টিকিট না থাকলে ওঠা যাবে ট্রেনে৷ রান্না করা খাবার ট্রেনে দেওয়া হবে না৷ কিছু খাবার ও জল বিক্রি হবে৷ ট্রেনে দেওয়া হবে না কোন চাদর ও বিছানা৷ আগামীকাল থেকে চালু হচ্ছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন৷ আজ সন্ধ্যা থেকে বুকিং পর্ব শুরু হয়৷ বুকিং শুরুর আগে নির্দেশিকা জারি করে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করে রেল মন্ত্রক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − eleven =