বিক্ষিপ্ত অশান্তির মাঝে ত্রিপুরায় চলছে ভোট, ভাগ্যপরীক্ষা তৃণমূলের

আগরতলা: বিধানসভা নির্বাচনের আবহে একেবারে উত্তেজনাময় ত্রিপুরা। আজ সকাল থেকেই চলছে ভোটগ্রহণ এবং শেষ পাওয়া খবর অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.০৬ শতাংশ। অশান্তি ঠেকাতে কড়া নিরাপত্তার আয়োজন আগে থেকেই করেছিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যেই জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা সামনে এসেছে।
আরও পড়ুন- বাগ্দান সেরে বন্ধুদের সঙ্গে হুল্লোড়, নাচগান! তারপরেই নিকিকে খুন করে সাহিল
ত্রিপুরার ৬০টি আসন ভোটগ্রহণ চলছে। মোট ৩ হাজার ৩৩৭ টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ১ হাজার ১০০টি ‘স্পর্শকাতর’ আর ২৮ ভোটগ্রহণ কেন্দ্রকে ‘অতি স্পর্শকাতর’ বলে ঘোষণা করা হয়েছে। তাই উত্তেজনা যে সৃষ্টি হতে পারে তার আন্দাজ ছিল। বেলা বাড়তেই ধনপুর কেন্দ্র, শান্তিবাজারে অঞ্চলে অশান্তির ঘটনা ঘটে। বিরোধীদের মারধর এবং ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে দুই জায়গাতেই। তবে সার্বিকভাবে শান্তভাবে ভোট হচ্ছে বলেই দাবি করা হচ্ছে শাসক দলের পক্ষ থেকেও। আগরতলায় ভোট দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি আশাবাদী যে বিজেপি আবার ক্ষমতায় আসবে।
এই নির্বাচনের প্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের দিকেও নজর রাখতে হবে। কারণ ত্রিপুরায় ভাগ্য পরীক্ষা করতে নামা তৃণমূল ২৮টি আসনে প্রার্থী দিয়েছে। অনেক আগে থেকেই রাজ্যে সংগঠন মজবুত করার কাজ চালাচ্ছিলেন ঘাসফুলের নেতারা। প্রচারও ভালোমত করা হয়েছিল। এখন দেখা যাক ভোটের ফল কী বলে।