আলিগড় হয়ে যাচ্ছে হরিগড়! প্রস্তাব পাশ হয়ে গেল

আলিগড় হয়ে যাচ্ছে হরিগড়! প্রস্তাব পাশ হয়ে গেল

aligarh

লখনউ: যে সময় থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়েছেন সে সময়ের পর থেকেই রাজ্যের একাধিক জায়গার নাম বদল করা হয়েছে। সেই ধারা এখনও অব্যাহত। জানা গিয়েছে, আলিগড়ের নাম এবার বদলানো হবে। সেই প্রস্তাবে সায় পর্যন্ত এসে গিয়েছে। দু’বছর আগে উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের সময়ই এই নাম পাল্টানোর দাবি উঠেছিল। অবশেষে এখন তাতে সিলমোহর পড়ল।

বিজেপি পরিচালিত আলিগড় পুরসভা এই নাম বদলানোর পক্ষে সায় দিয়েছে। জানা গিয়েছে, এখন আর আলিগড় নয়, পশ্চিম উত্তরপ্রদেশের ওই শহরের নতুন নাম হবে হরিগড়। দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবকের জমানায় গড়ে উঠেছিল এই শহর। শুধু এর নাম আলিগড় এমনটা নয়, এই একই নামে বিশ্ববিদ্যালয়, বিমানবন্দরও আছে। সেগুলির নাম বদল হবে কিনা, তা নিয়ে এখন প্রশ্ন দেখা দিয়েছে। শহরের নাম পরিবর্তনের বিষয় নিয়ে বিজেপি কাউন্সিলর সঞ্জয় পণ্ডিত প্রথম প্রস্তাব পেশ করেছিলেন। শহরের মেয়র জানিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর আলিগড় শহরের নাম হরিগড় করার প্রস্তাবে সায় দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে যোগী আমলেই একাধিক স্থানের নাম রাতারাতি বদল করা হয়েছে। যেমন এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ হয়েছে অযোধ্যা, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর। এই নাম বদলের তালিকার নবতম সংযোজন আলিগড়।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =