পটনা: হায়রে গণতন্ত্র! দু’টি টাকার বিনিময়ে ভোট বাক্স বয়ল নাবালক৷ চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বিহারে৷ আর এই ছবি ঘরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব৷
তেজস্বীর দেওয়া একটি পোস্টে দেখা যাচ্ছে, ইভিএম ভরা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে দুই নাবালক৷ তাও আবার নিরাপত্তা ছাড়ায়৷ পুলিশি পাহারা ছাড়ায় গাড়িতে ওই বাক্স নিয়ে যাওয়ার জন্যও কমিশনের তীব্র আক্রামণ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর৷
बिहार में EVM का Transportation बाल मज़दूरों के ज़रिए भी हुआ है। EVM चलकर मुज़फ़्फ़रपुर के होटल भी पहुँची जहाँ उसे मैजिस्ट्रेट की उपस्थिति में बरामद किया गया। नियमों के विपरीत अपंजीकृत वाहनों में वोटिंग मशीनों को ढोया गया। pic.twitter.com/N5WhWKRW3B
— Tejashwi Yadav (@yadavtejashwi) May 21, 2019
টুইটারে হিন্দিতে তেজস্বী যাদব লেখেন, ‘‘বিহারে ইভিএম নিয়ে যেতে শিশু শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে৷’’ সেই সঙ্গে তিনি আরও লেখেন, ‘‘ভোট যন্ত্রগুলিকে নিরাপত্তা ছাড়ায় গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে৷ যা আইনের পরিপন্থী৷’’ তিনি আরও লেখেন, ‘‘‘ইভিএমগুলিকে মুজাফরপুরের নিয়ে যাওয়া হয় যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন৷’’