হায়রে গণতন্ত্র! মাথায় বয়ে ইভিএম আনল দুই নাবালক

পটনা: হায়রে গণতন্ত্র! দু’টি টাকার বিনিময়ে ভোট বাক্স বয়ল নাবালক৷ চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বিহারে৷ আর এই ছবি ঘরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব৷ তেজস্বীর দেওয়া একটি পোস্টে দেখা যাচ্ছে, ইভিএম ভরা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে দুই নাবালক৷ তাও আবার নিরাপত্তা ছাড়ায়৷ পুলিশি পাহারা ছাড়ায় গাড়িতে ওই বাক্স নিয়ে যাওয়ার

হায়রে গণতন্ত্র! মাথায় বয়ে ইভিএম আনল দুই নাবালক

পটনা: হায়রে গণতন্ত্র! দু’টি টাকার বিনিময়ে ভোট বাক্স বয়ল নাবালক৷ চাঞ্চল্যকর ছবি ধরা পড়ল বিহারে৷ আর এই ছবি ঘরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব৷

তেজস্বীর দেওয়া একটি পোস্টে দেখা যাচ্ছে, ইভিএম ভরা বাক্স বয়ে নিয়ে যাচ্ছে দুই নাবালক৷ তাও আবার নিরাপত্তা ছাড়ায়৷ পুলিশি পাহারা ছাড়ায় গাড়িতে ওই বাক্স নিয়ে যাওয়ার জন্যও কমিশনের তীব্র আক্রামণ প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর৷

টুইটারে হিন্দিতে তেজস্বী যাদব লেখেন, ‘‘বিহারে ইভিএম নিয়ে যেতে শিশু শ্রমিকদের ব্যবহার করা হচ্ছে৷’’ সেই সঙ্গে তিনি আরও লেখেন, ‘‘ভোট যন্ত্রগুলিকে নিরাপত্তা ছাড়ায় গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে৷ যা আইনের পরিপন্থী৷’’ তিনি আরও লেখেন, ‘‘‘ইভিএমগুলিকে মুজাফরপুরের নিয়ে যাওয়া হয় যেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − fifteen =