ফের কল্পতরু অক্ষয়! মাস্ক, কিট, পিপিই কিনতে মোটা অনুদান খিলাড়ি’র

করোনার বিরোধী লড়াইয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে সেলেব মহল৷ বিভিন্ন ফান্ডে তাঁরা অনুদান দিয়ে চলেছেন৷ পিএম কেয়ার্স ফান্ডে ইতোমধ্যেই ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার৷ আরও একবার দরাজ হাতে দান করলেন তিনি৷ মাস্ক, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং ব়্যাপিড টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে (বিএমসি) ৩ কোটি টাকা দিলেন বলিউডের খিলাড়ি৷ 

মুম্বই:  করোনার বিরোধী লড়াইয়ে সরকারের পাশে দাঁড়িয়েছে সেলেব মহল৷ বিভিন্ন ফান্ডে তাঁরা অনুদান দিয়ে চলেছেন৷ পিএম কেয়ার্স ফান্ডে ইতোমধ্যেই ২৫ কোটি টাকা অনুদান দিয়েছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার৷ আরও একবার দরাজ হাতে দান করলেন তিনি৷ মাস্ক, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) এবং ব়্যাপিড টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশনকে (বিএমসি) ৩ কোটি টাকা দিলেন বলিউডের খিলাড়ি৷ 

বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এই পেন্ডামিকের বিরুদ্ধে লড়াই করে চলা সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান অক্ষয়৷ তিনি বলেন, ‘জীবন থাকলে তবেই সবকিছু থাকবে’৷  সম্প্রতি অক্ষয় জানতে পারেন, রাজ্যে স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পরিমাণে পিপিই, মাস্ক নেই৷ অভাব রয়েছে টেস্টিং কিটের৷ এর পরই  বৃহন্মুম্বই পুরসভার তহবিলে ৩ কোটি টাকা দান করেন তিনি৷ 

করোনা মোকাবিলায় যেভাবে চিকিৎসক-নার্স থেকে শুরু করে পুলিশ, সাফাইকর্মী, পুরসভার কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন, তা সত্যিই প্রশংসাযোগ্য৷ দিনরাত এক করে কাজ করে চলেছেন চিকিৎসকরা৷ লকডাউনের জেরে বাণিজ্যনগরীর পথ শুনশান। কিন্তু জরুরি পরিষেবা দিতে শহরে হাজির হাজারো পুলিশ। দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করে চলেছেন তাঁরাও৷ আর তাঁদের স্বার্থে এগিয়ে এলেন অক্ষয়৷ 
বিএমসি-র যুগ্ম মিউনিসিপাল কমিশনার আশুতোষ সলিল জানান, অক্ষয়ের এই অনুদান জেনারেল ফান্ডে চলে যাবে৷ এই টাকা দিয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য প্রয়োজনীয় জিনিস কেনা হবে৷

আর্থিক সাহায্যের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর কাজও করে চলেছেন অক্ষয়৷ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে বার্তা পৌঁছে দিচ্ছেন তিনি৷ মানুষকে সচেতন থাকার আর্জি জানিয়েছেন কৃতি খারবান্দাও৷ পুলকিত সম্রাটের সঙ্গে লিভইন রিলেশনে রয়েছেন তিনি৷ কৃতি বলেন, ‘‘আমি ভাবতেই পারছিনা যে সকল দম্পতি এক সঙ্গে থাকেন না, তাঁরা কী ভাবে লকডাউনের মোকাবিলা করছেন৷ রাস্তার ট্রাফিক সমস্যা এড়াতে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা৷ কিন্তু এই কঠিন সময়ে ওকে পাশে আমি ধন্য৷’’    

এদিকে, বলিউডের পরিচালক করিম মোরানির মেয়ে শাহজা মোরানির করোনা পজেটিভ ধরা পড়েছিল৷ কিন্তু চিকিৎসার পর তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =