লখিমপুর খেরি-কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার, নেতৃত্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

লখিমপুর খেরি-কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার, নেতৃত্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

লখনউ: কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলের গাড়ির চাকায় পিষ্ট হয়ে কৃষক মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সুর চড়াতে শুরু করেছে বিরোধীরা। অজয় মিশ্রকে বরখাস্ত করা না হলে নিরপক্ষে তদন্ত সম্ভব নয় বলে দাবি জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী৷ এদিকে লখিমপুর খেরিতে সংঘর্ষে আট জনের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিশন গঠন করল উত্তরপ্রদেশ সরকার৷ কমিশনের মাথায় রাখা হয়েছে এলাহাবাদ  হাই কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে৷ 

আরও পড়ুন- অনুমতির পরেও সফরে বাধা, বিমানবন্দরে ধর্নায় বসলেন রাহুল

প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে কাজ করবে এই তদন্ত কমিশন। তদন্তের পরে লখিমপুর খেরির ঘটনায় একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা  দেবেন তাঁরা। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করবে প্রশাসন। এই ঘটনায় যে বা যাঁরা দোষী প্রমাণিত হবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে যোগী সরকার৷ প্রসঙ্গত, গত রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় চার কৃষকদের মৃত্যুর অভিযোগ ওঠে৷ এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে উত্তরপ্রদেশে সহ গোটা দেশ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷ এরই মধ্যে লখিমপুর খেরি মামলায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট৷ 

অন্যদিকে, লখিমপুর খেরিতে কৃষক পরিবারের সঙ্গে দেখা করেছেন রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। নিহত কৃষকদের পরিবারের সঙ্গে কথা বলার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘আমাদের দেশে সুবিচার পাওয়ার অধিকার সকলের রয়েছে। এই পরিবারগুলি যতদিন না  সুবিচার পাচ্ছে আমি ততদিন লড়াই করে যাব। কেন্দ্রীয় মন্ত্রীকে পদত্যাগ করতেই হবে। নাহলে নিরপক্ষে তদন্ত সম্ভহ নয়৷’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + 18 =