লখনউ: আগামী বছরের শুরুর দিকেই রয়েছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বলা হয় আগামী দিনে দেশের ভবিষ্যৎ উত্তরপ্রদেশ নির্বাচন অনেকাংশে ঠিক করে দেয়। তাই সেই নির্বাচন নিয়ে উন্মাদনা এবং জল্পনা যে থাকবে তা বলাই বাহুল্য। তবে এই উত্তর প্রদেশ নির্বাচনের আগে বড় ঘোষণা করে দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। ভোটে লড়ার বা না লড়ার ব্যাপারে এখনই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি।
সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন যে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন না! অখিলেশের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমত আলোচনা শুরু হয়ে গিয়েছে। যদিও কেন তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন তার কোনো রকম ব্যাখ্যা দেননি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। যদিও অখিলেশ যাদব জানিয়েছেন যে তিনি ভোটে না লড়লেও তাঁর দল নির্বাচনে লড়বে এবং রাষ্ট্রীয় লোকজনের সঙ্গে জোট বাঁধবে। তবে আপাতত দুই দলের মধ্যে আসন সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত হয়নি। তবে বছরের শেষেই সেই সিদ্ধান্ত হয়ে যাবে বলে অনেকের ধারণা। প্রসঙ্গত, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চ মাসেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচন নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি। তবে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব নির্বাচনের না লড়লে বিজেপির পক্ষে তা কতটা লাভবান হবে সে বিষয়ে এখনও আলোকপাত করা সম্ভব হচ্ছে না।
কিছু মাস আগেই উত্তর প্রদেশের ব্লক পঞ্চায়েত নির্বাচনে ভীষণ ভালো ফল করেছিল সমাজবাদী পার্টি। পরাজিত হয়েছিল বিজেপি। কিন্তু তারপর থেকে সেই ভাবে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে প্রচার করতে দেখা যায়নি অখিলেশের দলকে। নির্বাচনের আর খুব একটা দেরি নেই কিন্তু তার আগে আপাতত বেশ শিথিল লাগছে বিরোধী দলগুলিকে।