উত্তরপ্রদেশে মমতাকে ‘স্বাগত’ জানালেন অখিলেশ, কংগ্রেসকে নিলেন একহাত

উত্তরপ্রদেশে মমতাকে ‘স্বাগত’ জানালেন অখিলেশ, কংগ্রেসকে নিলেন একহাত

লখনউ: বিগত কয়েক সপ্তাহ ধরে লাগাতার কংগ্রেসকে আক্রমণ করে গিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন জেতার পর যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে বলে অনেকেই মনে করেছিলেন, তারাও এখন কার্যত একটু অবাকই হয়েছেন। যদিও কংগ্রেস ছাড়া বাকি বিরোধী দলগুলোর সঙ্গে সখ্যতা বজায় রাখার চেষ্টা করছে ঘাসফুল শিবির। ইতিমধ্যে আবার বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য সংগঠন মজবুত করার কাজ শুরু করে দিয়েছে তারা। সেইসব রাজ্যগুলির একটি হল উত্তরপ্রদেশ এবং সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘স্বাগত’ জানালেন। পাশাপাশি তিনি এক হাত নিয়ে আসেন কংগ্রেস শিবিরকেও।

অখিলেশের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়তে পারে। তিনি মনে করছেন, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সেই রাজ্যের সাধারণ মানুষ বিজেপিকে সরিয়ে দিয়েছে ঠিক একই ভাবে উত্তরপ্রদেশে একই জিনিস ঘটবে। সেখানে মানুষ বিজেপির বিরুদ্ধে জবাব দেবে। এই প্রেক্ষিতেই মন্তব্য করতে গিয়ে তিনি কংগ্রেসকে একহাত নিয়ে বলেছেন, রাজ্যের বিধানসভা নির্বাচনে একটিও আসন পাবে না কংগ্রেস। এই ক্ষেত্রে তিনি একদম মমতা বাহিনীর সুরে সুর মিলিয়েছেন। অখিলেশের দাবি, মানুষ আর কংগ্রেসকে চাইছে না। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের স্লোগান নকল করতে দেখা গিয়েছিল সমাজবাদী পার্টিকে। এছাড়া বিরোধী রাজনৈতিক মঞ্চে প্রাথমিক সময় থেকেই মমতার পাশে দাঁড়িয়েছেন অখিলেশ। সেই প্রেক্ষিতে এবার কংগ্রেসের বিরোধিতাতেও তাঁকে মমতার পাশে দাঁড়াতে দেখা গেল।

যদিও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে শিবসেনা মমতার সঙ্গে এখনো একমত হতে পারেনি। সম্প্রতি শিবসেনার মুখপত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করা হয়েছে। কিন্তু কংগ্রেস ইস্যুতে স্পষ্ট দাবি করা হয়েছে যে লোকসভা নির্বাচনে যদি কংগ্রেস ১০০ আসন না পায় তাহলে কেন্দ্রে বদল প্রায় অসম্ভব। এই প্রেক্ষিতে স্পষ্ট ইঙ্গিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমত হতে পারছে না উদ্ধব ঠাকরের দল। তৃণমূল কংগ্রেস স্পষ্টভাবে একাধিকবার দাবি করে আসছে যে কংগ্রেস একা কিছুই করতে পারবে না। কিন্তু শিবসেনা বলছে সম্পূর্ণ উল্টো কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *