অখিলেশ বলছেন ‘করোনা প্রদেশ’! যোগীর ‘মিথ্যের’ সঙ্গ দিচ্ছে না খোদ সতীর্থরাই

অখিলেশ বলছেন ‘করোনা প্রদেশ’! যোগীর ‘মিথ্যের’ সঙ্গ দিচ্ছে না খোদ সতীর্থরাই

9c255edb1b8ddb478b678b7e643ad608

লখনউ: দেশের একাধিক রাজ্যের অক্সিজেনের আকাশ দেখা দিয়েছে করোনাভাইরাস দ্বিতীয় ঢেউয়ের মধ্যে। জায়গায় জায়গায় হাহাকার এবং অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে রোগী। এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়েছিলেন যে, তাঁর রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই, অন্যদিকে হাসপাতালের সংখ্যা রয়েছে অনেক। তবে যোগীর সঙ্গ দিচ্ছেন না খোদ দলের সদস্যরাই। ইতিমধ্যেই একাধিক বিজেপি সাংসদ থেকে শুরু করে রাজ্যের এক মন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি লিখে অভিযোগ করেছেন যে, মিরট এবং লখনউ সহ রাজ্যের একাধিক জায়গায় অক্সিজেনের সমস্যা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সপা সুপ্রিমো অখিলেশ যাদব।

অখিলেশ বলছেন, উত্তরপ্রদেশ এখন ‘করোনা প্রদেশে’ পরিণত হয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একের পর এক মিথ্যা কথা বলছেন এবং আসল তথ্য লুকিয়ে রাখছেন। এই বিস্ফোরক অভিযোগ করে অখিলেশ আরও দাবি করছেন, করোনা ভাইরাস আক্রান্ত হয়ে রোগীর মৃত্যুর সংখ্যায় কারসাজি করছে যোগী সরকার। কমিয়ে দেখানো হচ্ছে মৃত্যু, এদিকে শ্মশান ভর্তি হয়ে গিয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে শুধু অখিলেশ যাদব নন, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু করেছে বিজেপির সাংসদ এবং মন্ত্রীরাও। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের কাজ নিয়ে শুধু গর্ব করে যাচ্ছেন, সেটিও ফাঁকা গর্ব! তাদের দাবি, রাজ্যের একাধিক জায়গায় হাসপাতালে অক্সিজেনের অভাব রয়েছে এবং রোগী মারা যাচ্ছে। এর পাশাপাশি অনেক জায়গায় দেখা গিয়েছে যে হাসপাতালে করোনাভাইরাস বেড খালি থাকলেও রোগী ভর্তি নেওয়া হচ্ছে না কারণ কর্তৃপক্ষের অনেকে ছুটিতে রয়েছে! সব মিলিয়ে অভিযোগ করা হচ্ছে যে উত্তর প্রদেশের সরকার এই পরিস্থিতিতেও উদাসীন হয়ে রয়েছে। 

একইসঙ্গে জীবনদায়ী ওষুধের অভাব রয়েছে রাজ্যে বলেও দাবি করা হয়েছে। কিন্তু যোগী আদিত্যনাথ সরকার এই ব্যাপারে কোন গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ভুল তথ্য দিয়ে সাধারন মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ। সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতি যখন দেশের একাধিক রাজ্যে সমস্যার সৃষ্টি হয়েছে অক্সিজেন এবং সংক্রমণ নিয়ে ঠিক সেই মুহূর্তে যোগী আদিত্যনাথ সংবাদমাধ্যমে জানিয়েছেন যে তার রাজ্যে এই ধরনের কোনো সমস্যা নেই। যদিও বাস্তব চিত্র যে একেবারে আলাদা তা জলের মত পরিষ্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *