আম্বানি পরিবারে খুশির হাওয়া, পুত্র সন্তানের জন্ম দিলেন শ্লোকা মেহেতা

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পরিবারে খুশির মেজাজ। আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা আম্বানি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। আকাশ এবং শ্লোকা একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

মুম্বই: মুকেশ আম্বানি ও নীতা আম্বানির পরিবারে খুশির মেজাজ। আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা আম্বানি তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। আকাশ এবং শ্লোকা  পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।

বৃহস্পতিবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারপার্সন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ঘোষণা করেন, শ্লোকা এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁরা প্রথমবারের মতো ঠাকুরদা ও ঠাকুমা হয়েছেন। আম্বানি পরিবারের একটি বিবৃতিতে লেখা হয়েছে, ‘‘ধীরুভাই ও কোকিলাবেন আম্বানির প্রপৌত্রকে স্বাগত জানিয়েছেন নীতা এবং মুকেশ আম্বানি। তাঁরাও প্রথমবারের মতো ঠাকুমা ও ঠাকুরদা হয়ে উঠতে পেরে আনন্দিত। ১০ ডিসেম্বর মুম্বইতে পুত্র সন্তানের জন্ম দেন শ্লোকা। মা ও ছেলে দুজনেই ভাল রয়েছেন। নতুন সদস্যের আগমন মেহতা ও আম্বানি পরিবারে প্রচুর আনন্দের সঞ্চার করেছে।”

আকাশ আম্বানি এবং শ্লোকা মেহতা ২০১৯ সালের ৯ মার্চ মুম্বইয়ে বিয়ে করেন। তাঁদের বিয়ের অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জমকালো। শ্লোকা মেহতা হীরক ব্যবসায়ী রাসেল মেহতা ও মোনা মেহতার মেয়ে। জিও ওয়ার্ল্ড সেন্টারে তাঁদের বিয়ের অনুষ্ঠানের হয়। বিয়ের অনুষ্ঠানে রাজনীতি, গ্ল্যামার দুনিয়া এবং ব্যবসায়িক জগতের প্রচুর এ-লিস্টারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। শাহরুখ খান এবং তাঁর স্ত্রী গৌরি থেকে শুরু করে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তাঁর স্ত্রী চেরির মতো অনেক নামী তারকা এই দম্পতিকে আশীর্বাদ করার জন্য বিবাহের আসরে উপস্থিত হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =