কাশ্মীরে জঙ্গি হামলার পর পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানে ভারতীয় বায়ুসেনা। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দেয় পাকিস্তান। সে সময় যুদ্ধ বিমান F 16 ব্যবহার করা হয়েছিল বলে দাবি ভারতের। পাক সরকার জানিয়েছে, ওই বিমানের ব্যবহার হয়নি৷ কিন্তু পাক সরকারের দাবি যে মিথ্যা তার প্রমাণ ভারতের কাছে আছে৷ এবার এ বিষয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কথা হল মার্কিন নিরাপদ উপদেষ্টা জন বল্টনের৷
এছাড়া এই দুজন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘ ঘোষিত জঙ্গির তকমা দেওয়া নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। ভারত অনেক দিন ধরেই মাসুদকে জঙ্গি ঘোষণার দাবি জানিয়ে আসছিল রাষ্ট্রসঙ্ঘের (UNO) কাছে। এবার আমেরিকা, ব্রিটেন, এবং ফ্রান্সও এই দাবি করেছে।
এই দুটি বিষয় ছাড়াও জঙ্গি হামলার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে সামগ্রিক ভাবে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেছেন দুই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতের অবস্থান ব্যাখ্যা করেছেন। এই এফ ১৬ পাকিস্তানকে আমেরিকাই দিয়েছিল৷