মমতার নিশানায় থাকা অজিত ডোভালের শক্তি আরও বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের পর ধর্নায় বসেছিলেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধর্না মঞ্চ থেকে সিবিআই-ইডির তৎপরতা প্রসঙ্গে বলতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা৷ সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘নরেন্দ্র মোদি যা বলছেন, মিস্টার ডোভাল তাইই করছেন৷’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় থাকা সেই অজিত ডোভালের কাজের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল কেন্দ্র৷

মমতার নিশানায় থাকা অজিত ডোভালের শক্তি আরও বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি: রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযানের পর ধর্নায় বসেছিলেন বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধর্না মঞ্চ থেকে সিবিআই-ইডির তৎপরতা প্রসঙ্গে বলতে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে কাঠগড়ায় তুলেছিলেন মমতা৷ সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘নরেন্দ্র মোদি যা বলছেন, মিস্টার ডোভাল তাইই করছেন৷’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় থাকা সেই অজিত ডোভালের কাজের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ল কেন্দ্র৷

আজ কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, জাতীয় নিরাপত্তা উপেদেষ্টা পদে অজিত ডোভালকে  পুনর্নিয়োগ করা হচ্ছে৷ কাজের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুযোগ সুবিধাতেও পদোন্নতি দেওয়া হয় অজিত ডোভালকে৷ এখন থেকে ক্যামিনেট মন্ত্রীপদের সুযোগ সুবিধা পাবেন ডোভাল৷

কিন্তু, কেন এই সিদ্ধান্ত? জানা গিয়েছে, পুলওয়ামা হামলা পরবর্তী বালাকোটে হামলা থেকে শুরু করে ডোকালাম সমস্যা মেটাতে নিজের গুরুত্বপূর্ণ অবস্থান জানিয়েছিলেন ডোভাল৷ আর সেই সুবাদে তাঁকে ফের নিয়োগের সিদ্ধান্ত কেন্দ্রের৷

কে এই অজিত ডোভাল?

১৯৬৭ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে প্রথম স্থানে এমএ পাশ করেন তিনি৷ ১৯৬৮তে কেরালা ক্যাডারে যোগ দেন প্রাক্তন এই আইপিএস অফিসা৷ তিনি দেশের পঞ্চম ও ষষ্ঠ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দেন৷ এর আগে আইবি’র ডিরেক্টর ছিলেন ৭১ বছর বয়সি ডোভাল৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে আসার পিছনে ডোভালের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ ২০১৪ সালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নেয় ভারত৷ ২০১৫ সালের জুনে মায়ানমারের ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ছিল ঢোভালের পরিকল্পনা৷ দীর্ঘ কর্মজীবনে মিজো জঙ্গিদের নিকেশ করা ছিল অন্যতম বড় কাজ৷ চিনে গিয়ে জঙ্গি দমনেও তাঁর হাত ছিল৷ ডোভালের এই আক্রমণাত্মক মনোভাবের জেরে খুব দ্রুত মোদি-শাহদের নজরে চলে আসেন এই আমলা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 8 =