কাশ্মীরে হামলার মধ্যে ডোভালকে নিয়ে বড় ঘোষণা মোদীর

নয়াদিল্লি: টানা তৃতীয়বারের জন্য অজিত ডোভালকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত করা হল। ফের ডোভালের ওপরই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী মোদী৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে…

নয়াদিল্লি: টানা তৃতীয়বারের জন্য অজিত ডোভালকেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) হিসেবে নিযুক্ত করা হল। ফের ডোভালের ওপরই ভরসা রাখলেন প্রধানমন্ত্রী মোদী৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে আরও পাঁচ বছরের জন্য তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে জাতীয় সুরক্ষা উপদেষ্টা হিসেবে বহাল রাখা হচ্ছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ডোভালের মেয়াদ একটা সময় বাড়ানো হল, যখন কাশ্মীরের একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। তাই মোদী সরকারের এই সিদ্ধান্তকে বেশ তাত্পর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ কাশ্মীরে তিনদিনে তিনটি জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। গত রবিবার রিয়াসিতে একটি তীর্থযাত্রী-বোঝাই বাসে হামলা চালায় জঙ্গিরা। তার জেরে গভীর খাদে পড়ে যায় বাসটি। মৃত্যু হয়েছে কমপক্ষে নয় তীর্থযাত্রীর। আহত হয়েছেন ৪১ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *