নয়াদিল্লি: দুর্দান্ত তিনটি প্ল্যান নিয়ে এস এয়ারটেল৷ এর জন্য কোনও পৃথক কানেকশন বা ব্রডব্যান্ড পরিষেবা বা ওটিটি (OTT) অ্যাপের সাবক্রিপশন নেওয়ারও প্রয়োজন নেই৷ এই তিনটি প্ল্যানের মধ্যেই পাবেন টিভি চ্যানেল, ইন্টারনেট এবং ওটিট প্ল্যাটফর্মের সুবিধা৷
আরও পড়ুন- ব্রেকিং: মুখে কুলুপ! দিলীপকে ‘সেন্সর’ করল কেন্দ্রীয় নেতৃত্ব
এয়ারটেলের অল-ইন-ওয়ান প্ল্যানে রয়েছে মোট তিনটি প্ল্যান৷ এই তিনটি প্ল্যানের জন্য অতিরিক্ত কেবল বা DTH পরিষেবা নেওয়ার প্রয়োজন হবে না৷ কারণ এই প্ল্যানের মধ্যেই রয়েছে যাবতীয় সুবিধা৷
জেনে নিন কী এই প্ল্যানগুলি কী কী?
এয়ার টেল যে নতুন তিনটি প্ল্যান নিয়ে এসেছে, সেগুলির হল ৬৯৯ টাকা, ১০৯৯ টাকার এবং ১৫৯৯ টাকার। এই প্ল্যানগুলির যে কোনও একটি নিলেই প্রথম এক মাসের জন্য তা সম্পূর্ণ ফ্রি৷ এমনকী ইনস্টলেশন-এর জন্যেও কোনও টাকা লাগবে না৷
এর জন্য কী করতে হবে?
এই তিনটি প্ল্যানের মধ্যে যে কোনও একটি পরিষেবা নেওয়ার জন্য Airtel 4k Xstream TV Box কিনতে হবে। এর জন্য লাগবে ২ হাজার টাকা৷
এয়ারটেলের ৬৯৯ টাকা প্ল্যানের সাবক্রিপশন নিলে মিলবে ৪০ Mbps ডেটা ব্যবহারের সুযোগ। সঙ্গে থাকবে Disney+ Hotstar, Airtel Xstream Premium-এর সুবিধা৷ এই প্যাকে ৩৫০টি টিভি চ্যানেল দেখতে পাবেন গ্রাহকরা৷
এছাড়াও এয়ারটেলের ১০৯৯- এর প্ল্যানটি নিলে ইউজাররা পাবেন Amazon Prime, Disney+Hotstar এবং Airtel Xstream Premium-এর সুবিধা। সঙ্গে থাকছে ৩৫০টি টিভি চ্যানেল৷ ডেটা স্পিড হবে ২০০ Mbps।
১৫৯৯- এর প্ল্যানে থাকছে ৩০০ Mbps স্পিড৷ দেখা যাবে NetFlix, Amazon Prime, Disney+Hotstar, Airtel Xstream Premium৷ এছাড়াও অন্য প্ল্যানগুলির মতো ৩৫০টি টি চ্যানেল তো থাকছেই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>