ফের হবে এয়ারস্ট্রাইক, ঘোষণা বায়ুসেনার নতুন প্রধানের

নয়াদিল্লি: দেশের ২৬তম বায়ুসেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ করতে না করতেই ফের এয়ার স্ট্রাইকের জন্য ভারত তৈরি বলে জানালেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া৷ বায়ুসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, ভারতীয় বায়ুসেনার দক্ষ ও অভিজ্ঞ অফিসাররা যেকোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত৷ দেশের সেবায় নিয়োজিত তাঁরা৷ শত্রুর আক্রমণ রুখতে ভারতীয় বায়ুসেনা সদাতৎপর বলেও

ফের হবে এয়ারস্ট্রাইক, ঘোষণা বায়ুসেনার নতুন প্রধানের

নয়াদিল্লি: দেশের ২৬তম বায়ুসেনা প্রধানের দায়িত্বভার গ্রহণ করতে না করতেই ফের এয়ার স্ট্রাইকের জন্য ভারত তৈরি বলে জানালেন এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া৷

বায়ুসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর তিনি জানান, ভারতীয় বায়ুসেনার দক্ষ ও অভিজ্ঞ অফিসাররা যেকোনও ধরনের চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত৷ দেশের সেবায় নিয়োজিত তাঁরা৷ শত্রুর আক্রমণ রুখতে ভারতীয় বায়ুসেনা সদাতৎপর বলেও জানিয়েছেন বাসুসেনা প্রধান৷ প্রয়োজনে ফের বালাকোটের ধাঁচে হামলা করতে ভারতীয় বায়ুসেনা তৈরি বলেও জানিয়েছেন এয়ার চিফ মার্শাল৷ দায়িত্ব নেওয়ার পর অবধারিতভাবেই উঠে আসে বহুচর্চিত রাফাল বিমান প্রসঙ্গ৷ রাফালের প্রশংসা করে এয়ার চিফ জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার জন্য রাফাল অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ রাফালের দৌলতে আকাশপথে চিন ও পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে ভারত৷

দীর্ঘদিন ধরেই ভারতীয় বায়ুসেনা অন্যতম দক্ষতার সঙ্গে কাজ করে আসছেন আরকেএস ভাদুরিয়া৷ প্রধান হওয়ার আগে তিনি ভারতীয় বায়ুসেনার একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন৷ এনডিএ ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তনী ১৯৮০ সালে বায়ুসেনার বিমান বাহিনীতে কাজে যোগ দেন৷ সেই সূত্রে তিনি এরই মধ্যে একাধিক সম্মান পেয়েছেন৷ তার মধ্যে রয়েছে একাধিক বিশিষ্ট একাধিক সম্মান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 1 =