N-95 মাস্কে লুকিয়ে চলছিল সোনা পাচার, কোজিকোড়ে গ্রেফতার দুবাই ফেরত যাত্রী

কোজিকোড়: মঙ্গলবার কোজিকোড় বিমানবন্দর কর্তৃপক্ষ দু'বাই থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ, N-95 মাস্কের আড়ালে সেই ব্যক্তি ৪০ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিল। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি কর্ণাটকের ভাটকলের বাসিন্দা। দুবাই থেকে কোজিকোড়ে ফেরত ওই যাত্রীর কাছ থেকে ২ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে।

 

কোজিকোড়: মঙ্গলবার কোজিকোড় বিমানবন্দর কর্তৃপক্ষ দু’বাই থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে অভিযোগ, N-95 মাস্কের আড়ালে সেই ব্যক্তি ৪০ গ্রাম সোনা পাচারের চেষ্টা করছিল। খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি কর্ণাটকের ভাটকলের বাসিন্দা। দুবাই থেকে কোজিকোড়ে ফেরত ওই যাত্রীর কাছ থেকে ২ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে।

কোজিকোড় বিমানবন্দরে এয়ার ইন্টেলিজেন্স ইউনিট ওই যাত্রীকে গ্রেফতার করেছে। গত কয়েকমাসে সোনার চোরাচালানের চেষ্টা করার ঘটনা ক্রমশ সাধারণ হয়ে উঠেছে। সোমবার মেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান গোয়েন্দা ইউনিটের কর্মকর্তারা জানান, রবিবার দুবাই থেকে আগত একটি বেসরকারি বিমান সংস্থার সিটের নিচে লুকানো ছয়টি স্বর্ণের বিস্কুট বাজেয়াপ্ত করেছে। ওই সোনার বিস্কুটগুলির ওজন ৬৭১ গ্রাম। যার দাম ৩৩.৮০ লক্ষ টাকা।

আরও পড়ুন: ১৫ অক্টোবরের পর খুলতে পারে স্কুল, চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্যগুলির হাতে ছাড়ল কেন্দ্র

সেপ্টেম্বরের গোড়ার দিকে, সৌদি আরবের জেদ্দা থেকে কেরিপুরে আসা এক যাত্রী এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের হাতে ৩০ লাখেরও বেশি মূল্যবান স্বর্ণ পাচারের জন্য ধরা পড়েছিল। পাচার হওয়া সোনা একটি প্রেসার কুকারের ভিতরে লুকিয়ে রাখা হয়েছিল। মজার বিষয় হল, সোনার কেবল ফ্লাইটের মাধ্যমে দেশে পাচার করা হয় না। ২৩ সেপ্টেম্বর, রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই) পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে দু’জনের কাছ থেকে প্রায় ২ কেজি সোনা আটক করেছে। কর্মকর্তাদের মতে, দুজন স্বীকার করেছে যে মণিপুরের সীমান্ত দিয়ে মায়ানমার থেকে এই সোনা পাচার করা হয়েছিল এবং তারা তা কলকাতায় নিয়ে আসছিল। এর মাত্র তিন দিন আগে বাংলাদেশ থেকে ৩৬ লক্ষ টাকার সোনা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে বিএসএফ। অভিযুক্তকে মোট ৬৮৩ গ্রাম ওজনের তিনটি সোনার বার সহ ধরা হয়েছিল। সোনার বারগুলি তার জুতোর নিচে গোপন কুঠুরি থেকে উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 19 =