নয়াদিল্লি: ‘কাঁচা বাদাম’! বীরভূমের অজ গ্রামের ‘বাদাম কাকু’র এই গান রাজ্য, দেশের গন্ডি ছাড়িয়ে সাড়া ফেলেছে বিদেশের মাটিতে৷ নেটপাড়ায় ঝড় তোলা এই গান এবার ভাইরাল আকাশে৷ মধ্যগগনেও বাজল ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম…’ ।
আরও পড়ুন- দিল্লিতে গণধর্ষিতার সঙ্গে নির্মম ব্যবহারের ঘটনায় গ্রেফতার ৭
‘কাঁচা বাদাম’ গানের তালে বিমানের মাঝেই নাচলেন স্পাইসজেটের এক বিমানসেবিকা। নাম উমা মীনাক্ষি৷ ওই বিমানসেবিকাকে দেখা যায় ফাঁকা বিমানে ‘কাঁচা বাদাম’ গানের তালে নাচছেন৷ সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই ওই ভিডিয়োটি শেয়ার করেছেন উমা।
কাঁচা বাদাম-এর সুরের উন্মাদনায় মত্ত ৮ থেকে ৮০৷ সাধারণ মানুষের মধ্যে এই গানের প্রভাব যে কতখানি তা উমার নাচ থেকে আরও একবার স্পষ্ট৷ প্রসঙ্গত, কাঁচা বাদাম গান জগতজোড়া খ্যাতি এনে দিয়েছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম কুড়ালজুড়ির বাসিন্দা ভুবন বাদ্যকরকে৷ পেটের টানে তিনি বাদাম বিক্রি করতেন৷ সেই সময়েই ক্রেতাদের টানতে এই গানটি গাইতেন। যা নেটামাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাতারাতি তারকা হয়ে যান ভুবন।
নানা জায়গা থেকে তাঁর ডাক আসতে থাকে। এমনকি কলকাতা পুরসভা ভোটেও প্রচারের কাজে দেখা গিয়েছিল ভুবনকে৷ তিনি যেখানেই যান, উপচে পড়ে মানুষের ভিড়৷ সম্প্রতি ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানের সঙ্গে নেচে ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়া সেনশেসন তানজিনিয়ার যুবক কিলি পল৷ তার হাত ধরে পূর্ব আফ্রিকাতেও সুপারহিট ভুবন৷