বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা, পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: ইথিওপিয়া বিমান দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার৷ ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে৷ স্পাইশ ও জেট সংস্থার থেকে তথ্য চেয়ে পাঠানো হবে৷ ওই দুই সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করে কি না, তাও জানতে চাওয়া হবে বলে খবর৷ রবিবার বিমান দুর্ঘটনায় প্রাণ

বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা, পদক্ষেপ কেন্দ্রের

নয়াদিল্লি: ইথিওপিয়া বিমান দুর্ঘটনার থেকে শিক্ষা নিয়ে সতর্কতা জারি করল কেন্দ্রীয় সরকার৷ ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে৷ স্পাইশ ও জেট সংস্থার থেকে তথ্য চেয়ে পাঠানো হবে৷ ওই দুই সংস্থা বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান ব্যবহার করে কি না, তাও জানতে চাওয়া হবে বলে খবর৷ রবিবার বিমান দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ১৫৭ জনের৷ তাঁর মধ্যে ছিলেন চার ভারতীয়৷

বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানান, এই চার জনের মধ্যে ছিলেন শিখা গর্গ নামে পরিবেশ মন্ত্রকের এক আধিকারিক। তিনি রাষ্ট্রসঙ্ঘের পরামর্শ দাতা। ওই সংক্রান্তই একটি বৈঠকেই যোগ দিতে যাচ্ছিলেন তিনি। আর সে সময় এই দুর্ঘটনাটি ঘটে যায়। বিদেশমন্ত্রী লেখেন, ইথিওপিয়ার বিমান দুর্ঘটনায় চার ভারতীয়র মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। স্বজন হারান পরিবারের পাশে থাকতে ভারতীয় হাইকমিশনকে নির্দেশ দিয়েছি। শিক্ষা-সহ বাকিদের নামও জানান তিনি। এঁরা হলেন, বৈদ্য পান্নাগেশ, বৈদ্য হাসান আন্নাগেশ, নুকাপ্রভু মণিষা। টুইটে বিদেশমন্ত্রী আরও বলেন, পরিবেশমন্ত্রী হর্ষহর্ধন জানিয়েছেন শিক্ষা রাষ্ট্রসঙ্ঘের পরামর্শদাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =