কম খরচে পোস্ট অফিসে মিলবে বিমান-ট্রেন-বাসের টিকিট, হোটেলে বুকিং

কম খরচে পোস্ট অফিসে মিলবে বিমান-ট্রেন-বাসের টিকিট, হোটেলে বুকিং

c700ac7a431e25d907cdd78d231d942f

 

কলকাতা: শুরুটা হয়েছিল গঙ্গাজল বিক্রি করে৷ এবার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে পরিষেবার বহর আরও খানিরটা বাড়ল ডাকঘরে৷ গঙ্গাজল, মাস্ক বিক্রির পর এবার ডাকঘরে বাস থেকে শুরু করে ট্রেন, বিমানের টিকিট পর্যন্ত পাওয়া যাবে৷ শুধু টিকিট নয়, সঙ্গে থাকছে আরও চমক৷ চাইলে ডাককর্মীরা আপনার জন্য বুকিং করে দিতে পারেন পছন্দের হোটেলে৷ শেষ নয় এখানেও৷ রেল-বিমানের টিকিট, হোটেল বুকিংয়ের পরও পাওয়া যাবে জমি সংক্রান্ত সব তথ্য৷ ভোটার কার্ড বিভ্রাট মেটানো থেকে জমা দেওয়া যাবে লাইফ সার্টিফিকেট, ইলেকট্রিক, গ্যাস, মোবাইল বা ল্যান্ড লাইনের বিল৷ সব মিলিয়ে একবার পোস্ট অফিসে গেলে মোটামুটি সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শেষ করে আসা যাবে৷ উদ্দেশ্য একটাই, ইযুগের সঙ্গে তাল মিলিয়ে ডাকঘরকে বাঁচিয়ে রাখা, যাতে গ্রহকদের সুবিধা হয়, সঙ্গে অবশ্য আয়বৃদ্ধির ভাবনা৷ খুব শীঘ্রই রাজ্যের বিভিন্ন পোস্ট অফিসে এই সমস্ত ব্যবস্থা  চালু হয়ে যাবে৷
জানা গিয়েছে, আপাতত ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের ৩০০ পোস্ট অফিসে এই ব্যবস্থা শুরু হবে৷ তুলনামূলকভাবে বড় পোস্ট অফিসে এই পরিষেবা চালু হচ্ছে৷ মূলত, যেখানে এই প্রকল্প শুরু করতে আলাদা করে কোনও  পরিকাঠামো গড়ার দরকার হচ্ছে না, তেমন কেন্দ্রে এই পরিষেবা দেওয়ার কথা ভাবা হচ্ছে৷ পরিষেবা প্রদানে ডাককর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ ডাকঘরের নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিষেবাগুলি মিলবে৷ সব কিছু যাতে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকে, তারও ব্যবস্থা করা হচ্ছে৷
গত কয়েক বছর ধরে আর্থিক হাল খারাপ ডাক বিভাগের৷ আয়ের থেকে কর্মচারীদের বেতনের খরচ বেশি৷ এখন পোস্ট অফিসের আয়-ব্যয়ের ফারাক ১৫ হাজার কোটিও বেশি৷ এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের ব্যবস্থা করতে চাইছে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *