খাবার চুরি বিমানে, মুখ পোড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি: কথায় বলে, চুরিবিদ্যা হল মহাবিদ্যা। তবে শর্ত একটাই, কখনও ধরা পড়া যাবে না। সুযোগ বুঝে চুরিবিদ্যার প্রয়োগ করেছিল এয়ার ইন্ডিয়ার চারজন কর্মী। বিমানযাত্রীদের না দেওয়া খাবার ও শুকনো ফল নিজেদের জন্য ‘চুরি’ করেছিল ওই চারজন কর্মী। কিন্তু কর্তৃপক্ষের নজরদারিতে গোটা বিষয়টি ধরা পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত এই চুরি ‘মহাবিদ্যা’ হয়ে উঠতে পারল না। বরং

dbafa3038af34864032f7fcbc53b1509

খাবার চুরি বিমানে, মুখ পোড়াল এয়ার ইন্ডিয়া

নয়াদিল্লি: কথায় বলে, চুরিবিদ্যা হল মহাবিদ্যা। তবে শর্ত একটাই, কখনও ধরা পড়া যাবে না। সুযোগ বুঝে চুরিবিদ্যার প্রয়োগ করেছিল এয়ার ইন্ডিয়ার চারজন কর্মী। বিমানযাত্রীদের না দেওয়া খাবার ও শুকনো ফল নিজেদের জন্য ‘চুরি’ করেছিল ওই চারজন কর্মী।

কিন্তু কর্তৃপক্ষের নজরদারিতে গোটা বিষয়টি ধরা পড়ে যাওয়ায় শেষ পর্যন্ত এই চুরি ‘মহাবিদ্যা’ হয়ে উঠতে পারল না। বরং উড়ান থেকে খাবার চুরি করার অভিযোগে সংস্থার চারজন কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয় এয়ার ইন্ডিয়া। অবশ্য গ্রাউন্ড স্টাফ এবং আধিকারিকদের বিরুদ্ধে বিমান থেকে অব্যবহৃত খাবার চুরির অভিযোগ নতুন কিছু নয়।

বিভিন্ন সময়ে এই ধরনের অভিযোগ ওঠায় ২০১৭ সালের আগস্ট মাসে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান অশ্বিনী লোহানি এক নোটিসে জানিয়েছিলেন, বিমান গন্তব্যে পৌঁছনোর পর অনেক সময়েই কিছু গ্রাউন্ড স্টাফ ও আধিকারিকরা বিমানযাত্রীদের না দেওয়া খাবার ও শুকনো ফল নিজেদের ব্যবহারের জন্য সরিয়ে ফেলেন। এই ধরনের ঘটনায় কেউ ধরা পড়লে তাঁকে বরখাস্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *