নয়াদিল্লি: এবার আন্তর্জাতিক বিমান চালু করার ইঙ্গিত দিল এয়ার ইন্ডিয়া। বৃহস্পতিবার একটি টুইটে এয়ার ইন্ডিয়ার তরফে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে। টুইটে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাত্রীরা যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারলে ৮ মে থেকে ১৪ পর্যন্ত লন্ডন, সিঙ্গাপুর ও আমেরিকার বেশ কয়েকটি অংশে ভ্রমণ করতে পারবেন।
বুধবার থেকে এয়ার ইন্ডিয়ায় যাত্রীদের জন্য খুলে দিল টিকিট বুকিংয়ের পরিষেবা। টুইটে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, যাঁরা ভারত থেকে লন্ডন, সিঙ্গাপুর বা আমেরিকা যেতে চান, তাঁরা ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত এই পরিষেবা পাবেন বলে জানানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার সমস্ত পাইলট ও ক্রর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবারের মধ্যে তার ফলাফল চলে আসবে। প্রথম বিমানটি ৬৪ জন যাত্রীকে নিয়ে সিঙ্গাপুরে যাবে। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওআইসি কার্ড বা বিদেশের নাগরিকত্ব আছে, একবছরের বেশি ভিসা বা গ্রিন কার্ড রয়েছে। তাঁরা বন্দে ভারত মিশনের অন্তর্গত বিমান পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে জানানো হয়েছে।
#FlyAI : Important Update for passengers regarding evacuation flights from India. Please visit https://t.co/FOAixDQ0Qo for details. pic.twitter.com/O23kcKLVlU
— Air India (@airindiain) May 6, 2020