পাকিস্তানে ঢুকে ফের অভিযান চানালো হবে: বায়ুসেনা

নয়াদিল্লি: বালাকোট হামলা প্রসঙ্গে ফের জবাব দিল ভারতীয় বায়ুসেনা৷ সোমবার সাংবাদিক বৈঠক করে বায়ুসেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘বালাকোটে কত জনের মৃত্যু হয়েছে, তা গোনা বায়ুসেনার কাজ নয়৷ আমরা হামলা চালিয়েছে৷ ক্ষয়ক্ষতি হয়েছে৷ আমরা আমাদের লক্ষ্যে সফল৷’’ Air Chief Marshal BS Dhanoa: We hit our target. The air force doesn’t calculate casualty numbers, the

04f5a94ea7526431fa4eef6fd85ff100

পাকিস্তানে ঢুকে ফের অভিযান চানালো হবে: বায়ুসেনা

নয়াদিল্লি: বালাকোট হামলা প্রসঙ্গে ফের জবাব দিল ভারতীয় বায়ুসেনা৷ সোমবার সাংবাদিক বৈঠক করে বায়ুসেনার তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ‘‘বালাকোটে কত জনের মৃত্যু হয়েছে, তা গোনা বায়ুসেনার কাজ নয়৷ আমরা হামলা চালিয়েছে৷ ক্ষয়ক্ষতি হয়েছে৷ আমরা আমাদের লক্ষ্যে সফল৷’’

এদিন সাংবাদিক বৈঠক ডেকে বায়ুসেনার তরফে ফের হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়, ‘‘প্রয়োজন হলে ফের হামলা চালাবে বায়ুসেনা৷ পাকিস্তানে ঢুকে হামলা করতে আমরা পিছুপা হব না৷’’ হামলার জন্য ভারতীয় বায়ুসেনা প্রস্তুত বলেও এদিন জানানো হয়৷ মিগ ২১ বাইসনকে আধুনিকিরণ করার কাজ শুরু হচ্ছে বলেও সাংবাদমাধ্যমকে আশ্বস্থ করেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বি এস ধানোয়া৷ জানিয়ে দেন, বালাকোটে হামলার সব তথ্য প্রমাণ আমাদের কাছে আছে৷ সরকার অনুমতি দিলে আমরা তা প্রকাশ করব৷ অভিযানের তথ্যপ্রমাণ পেশ করার দায় বায়ুসেনার নয় বলেও জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *