গুপ্তচরবৃত্তি রুখে পাকিস্তানকে কড়া জবাব বায়ুসেনার

শ্রীনগর: কচ্ছের পর এবার বিকানের৷ ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে পাক গুপ্তচর ড্রোন ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা৷ সোমবার সকালে ১১টা নাগাদ আকাশসীমা পেরিয়ে ভারতে ঢোকে পাক গুপ্তচর ড্রোন৷ বায়ুসেনার ব়্যাডারে পাক ড্রোনের উপস্থিতি ধরা পড়তেই ছোঁড়া হয় মিসাইল৷ মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় ড্রোনটি৷ পাক ড্রোনটি ধ্বংস হলেও তা পাক সীমান্তে গিয়ে পড়ে৷ ফলে, এই সংক্রান্ত কথ্য

গুপ্তচরবৃত্তি রুখে পাকিস্তানকে কড়া জবাব বায়ুসেনার

শ্রীনগর: কচ্ছের পর এবার বিকানের৷ ভারতীয় আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে পাক গুপ্তচর ড্রোন ধ্বংস করল ভারতীয় বায়ুসেনা৷ সোমবার সকালে ১১টা নাগাদ আকাশসীমা পেরিয়ে ভারতে ঢোকে পাক গুপ্তচর ড্রোন৷ বায়ুসেনার ব়্যাডারে পাক ড্রোনের উপস্থিতি ধরা পড়তেই ছোঁড়া হয় মিসাইল৷

মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় ড্রোনটি৷ পাক ড্রোনটি ধ্বংস হলেও তা পাক সীমান্তে গিয়ে পড়ে৷ ফলে, এই সংক্রান্ত কথ্য গুরুত্বপূর্ণ তথ্য সেনার তরফে সংগ্রহ করা সম্ভব হয়নি৷ পর্যবেক্ষক মহলের ধারনা, ভারতীয় সীমান্তে সেনার প্রস্তুতি দেখতে ড্রোন পাঠিয়ে থাকতে পারে পাকিস্তান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =