উত্তরবঙ্গে প্রস্তাবিত এইমস হচ্ছে না, জানাল কেন্দ্র

কলকাতা: উত্তরবঙ্গে প্রস্তাবিত এইমসহচ্ছে না৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে লিখিতভাবে এই কথা জানানো হয়েছে৷ উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে রায়গঞ্জে এটি তৈরির পরিকল্পনা নেওয়া নেয় দ্বিতীয় ইউপিএ সরকার৷ তৃণমূল এতে বাধা দিয়েছিল বলে অভিযোগ কংগ্রেসের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রায়গঞ্জে প্রস্তাবিত হাসপাতালের জন্য জমি অধিগ্রহণে অসহযোহিতা করেছে বলেও অভিযোগ তোলে কংগ্রেস৷ ফলে রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমস তৈরির

উত্তরবঙ্গে প্রস্তাবিত এইমস হচ্ছে না, জানাল কেন্দ্র

কলকাতা: উত্তরবঙ্গে প্রস্তাবিত এইমসহচ্ছে না৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে লিখিতভাবে এই কথা জানানো হয়েছে৷

উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে রায়গঞ্জে এটি তৈরির পরিকল্পনা নেওয়া নেয় দ্বিতীয় ইউপিএ সরকার৷ তৃণমূল এতে বাধা দিয়েছিল বলে অভিযোগ কংগ্রেসের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রায়গঞ্জে প্রস্তাবিত হাসপাতালের জন্য জমি অধিগ্রহণে অসহযোহিতা করেছে বলেও অভিযোগ তোলে কংগ্রেস৷ ফলে রায়গঞ্জের বদলে কল্যাণীতে এইমস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়৷ ১ হাজার ৭৫৪ কোটি বরাদ্দ করে কেন্দ্র৷ চলছে কাজ৷ যদিও এবার রায়গঞ্জ থেকে লোকসভায় জয়ী বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সেখানে এইমস তৈরির লক্ষ্যে ফের উদ্যোগী হয়েছেন৷ তবে তাঁর সেই আশায় জল ঢেলে শুক্রবারই স্বাস্থ্য মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গে এইমস তৈরির কোনও পরিকল্পনা নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + thirteen =