Aajbikel

মাত্র ৯০ সেকেন্ড! গর্ভস্থ শিশুর হৃদযন্ত্রে বিরল অস্ত্রোপচার, ‘অসাধ্য সাধন’ AIIMS-এর চিকিৎসকদের

 | 
এইমস

নয়াদিল্লি:  বিরলতম অস্ত্রপচার করে নজির গড়ল দিল্লি এইমস (AIIMS)। অন্তঃসত্ত্বা মহিলার গর্ভস্থ শিশুর হৃদপিণ্ডে সমস্যার কথা জানতে পারেন চিকিৎসকরা৷ যে সমস্যা জন্মের পর চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ এই পরিস্থিতিতে গর্ভস্থ ভ্রূণের হৃদপিণ্ডে জটিল অস্ত্রপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আঙুরের আকারের ছোট্ট হৃদযন্ত্রে থাকা ভালভের সমস্যা মেটাতে বেলুন ক্যাথেটারের সাহায্যে অস্ত্রোপচার সারেন  তাঁরা। তবে এর জন্য সময় লাগে মাত্র ৯০ সেকেন্ড৷ আশা করা হচ্ছে, জন্মের পর শিশুটি সুস্থই থাকবে। মা ও শিশু, দু’জনেই ঠিক আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তপক্ষ৷ 

আরও পড়ুন- কুন্তল-পত্নী জয়শ্রীকে সিজিও কমপ্লেক্সে তলব, সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু ইডি-র


এর আগে তিন বার অন্তঃসত্ত্বা হন ২৮ বছরের ওই তরুণী। কিন্তু প্রতিবারই গর্ভপাত হয়ে যায় তাঁর৷ কিন্তু, এ বার আর কোনও বিপদ চাননি তাঁরা৷  গর্ভবতী হওয়ার পর সন্তানকে বাঁচাতে মরিয়া ছিলেন দম্পতি। কিন্তু, এমসের চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন গর্ভস্থ ভ্রূণের অপরিণত হৃদ্‌যন্ত্রে গোলমাল রয়েছে। এই সন্তান জন্ম নিলে, পরবর্তীতে সমস্যা আরও বাড়তে থাকবে। এক্ষেত্রে শিশুর স্বাভাবিক বিকাশের সম্ভাবনা ক্ষীণ। তাহলে এখন উপায়? দিল্লি এমসের চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, গর্ভস্থ ভ্রূণের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করা হবে৷ তাঁকে সুস্থ ভাবে পৃথিবীতে নিয়ে আসা হবে। এক্ষেত্রে চিকিৎসকদের কাছে সবচেয়ে বড় সমস্যা ছিল সময়! মাতৃ জঠরে থাকা ভ্রূণের হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার করার জন্য তাঁদেক হাতে সময় ছিল মাত্র ৯০ সেকেন্ড। এর মধ্যেই সবটা করে ফেলতে হবে। তবে সময়ের সঙ্গে সেই লড়াইয়ে জয়ী হন চিকিৎসকরাই। 

এমসের কার্ডিয়োথোরাসিক সায়েন্সেস সেন্টারের এক প্রবীণ চিকিৎসকের কথায়, ‘‘গোটা প্রক্রিয়াটি আল্ট্রাসাউন্ড গাইডেন্সের মাধ্যমে সম্পন্ন করা হয়। অন্য সময় অ্যাঞ্জিওগ্রাফির সাহায্য নেওয়া যেত৷ কিন্তু এ ক্ষেত্রে সেটা সম্ভব ছিল না। কারণ এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সময়। ওই অবস্থায় বেশি ক্ষণ থাকলে ভ্রূণের অনিবার্য মৃত্যু। সামান্য ভুল হলেই সর্বনাশ হয়ে যেতে পারত।’’

চিকিৎসকরা শিশুটির হৃদযন্ত্রের উপর নজর রাখছেন। আপাতত মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে বলে জানা গিয়েছে৷ অনেক সময়ই গর্ভস্থ শিশুর নানা শারীরিক ত্রুটি ও সমস্যা দেখা যায়। এই সব ক্ষেত্রে গর্ভস্থ অবস্থাতেই অস্ত্রোপচার করা গেলে শিশু জন্মের পরে আর সেই তেমন সমস্যা থাকে না৷ এই বিষয়টি মাথায় রেখেই এই শিশুটির অস্ত্রোপচারের পরিকল্পনা করেন এইমসের চিকিৎসকরা৷ তা সফলও হয়৷ 

Around The Web

Trending News

You May like