পরীক্ষা সফল, ৫ হাজার কিলোমিটার দূরে থাকা শত্রুঘাঁটি উড়িয়ে দেবে অগ্নি-৫

পরীক্ষা সফল, ৫ হাজার কিলোমিটার দূরে থাকা শত্রুঘাঁটি উড়িয়ে দেবে অগ্নি-৫

 নয়াদিল্লি: অগ্নি ৫ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ভারত৷ ৫ হাজার কিলোমিটার দূরে থাকা শত্রুঘাঁটিও উড়িয়ে দিতে সক্ষম এই মিসাইল৷ যা সারা বিশ্বের কাছে ভারতের একটি বার্তা৷ বুধবার ওডিশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে সফল ভাবে উৎক্ষেপন করা হয় অগ্নি ৫ মিসাইল৷ 

আরও পড়ুন- ‘AY.4.2’ প্রজাতির কারণেই ভারতে তৃতীয় ঢেউ? ক্রমশ বাড়ছে আশঙ্কা

সফল উৎক্ষেপণ সত্ত্বেও বলা হয়েছে, এই মিসাইল প্রথমেই ব্যবহার করা হবে না৷ এটি হবে তুরুপের তাস৷ অগ্নি ৫ থাকবে Strategic forces Command (SFC)-এর হাতে৷ সীমান্তে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠলে চিনের অভ্যন্তরে গিয়ে ধ্বংসলীলা চালাবে অগ্নি ৫৷ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মিসাইলে রয়েছে ত্রীস্তরীয় সলিড ইঞ্জিন৷ ৫ হাজার দূরে থাকা লক্ষ্য বস্তুতে নির্ভুল নিশানা করতে সক্ষম এই মিসাইল৷ 

বুধবার উৎক্ষেপণের আগে বারবার পরীক্ষা করে দেখা হয় এই মিশাইল৷ সম্প্রতি লাদাখ সীমান্তে চিনের সঙ্গে উত্তেজনা এবং অরুণাচল সীমান্তে  পিপলস লিবারেশন আর্মির সামরিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার মাঝেই একবার শক্তি পরীক্ষা করে দেখা হয়েছিল। অগ্নি সিরিজের একাধিক মিসাইল ও যুদ্ধ বিমান ভারতের হাতে রয়েছে৷ এমনকী  এমন এক অস্ত্র ভারত আনছে চলেছে, যেটা শব্দের চেয়েও ৬ গুণ বেশি গতি সম্পন্ন। ওড়িশাতে এই  হাইপারসোনিক টেকনোলজি ডেমোনস্ট্রেটর ভেহিকেলের পরীক্ষাও সফল হয়েছে। সারা বিশ্বে একমাত্র আমেরিকা, চিন ও রাশিয়ার কাছে এই ধরনের শক্তিশালী অস্ত্র রয়েছে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 6 =