নয়াদিল্লি: কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগের মডেল অগ্নিপথের বিরোধিতায় এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। বিহার থেকে উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা থেকে রাজস্থান দেশের প্রায় সব প্রান্তেই এই মডেলের প্রতিবাদে জ্বলছে বিক্ষোভের আগুন। ইতিমধ্যেই জানা যাচ্ছে অগ্নিপথ বিরোধী বিক্ষোভে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে তেলেঙ্গানায়। শুক্রবার দুপুরে তেলেঙ্গানার সেকেন্দ্ররাবাদ স্টেশনে উত্তেজিত বিক্ষোভকারীদের হটাতে পুলিশ গুলি চালিয়েছে বলে খবর। আর সেই গুলিতেই এক আন্দোলনকারী যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন বলেও খবর। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এই স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সময় উত্তেজিত জনতাকে ঠেকাতে অন্তত ১৭ রাউন্ড গুলি চালায় পুলিশ। সেই গুলির আঘাতেই তেলেঙ্গানার ওয়ারঙ্গল জেলার এক যুবকের মৃত্যু হয়। এছাড়াও আরও ১৩ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বলে জানা যাচ্ছে।
অন্যদিকে দেশজুড়ে যখন অগ্নিপথ মডেলের বিরুদ্ধে চলছে প্রতিবাদ, বিক্ষোভ প্রদর্শন তখনই প্রতিবাদীদের সান্ত্বনা দিতে সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে নতুন করে বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন তিনি বলেন, দেশের যুবকদের কাছে অগ্নিপথ প্রকল্প সত্যিই একটি বড় সুযোগ। খুব শীঘ্রই এই প্রকল্পের মাধ্যমে নিয়োগ পদ্ধতি শুরু হবে। তাই ইচ্ছুকরা যেন সময় নষ্ট না করে প্রস্তুতি শুরু করে দেন। রাজনাথের কথায়, ‘দেশের যুবকদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে অগ্নিপথ। তাদের হাতে রয়েছে দেশসেবার বড় সুযোগ।’
অন্যদিকে অগ্নিপথ মডেল নিয়ে দেশজুড়ে চলা বিক্ষোভ, আন্দোলনের মধ্যেই বৃহস্পতিবার রাতেই কেন্দ্রের তরফ থেকে এই প্রকল্পের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, অগ্নিপথ প্রকল্পের আওতায় বয়সের সর্বোচ্চসীমায় ছাড় দেওয়া হবে। ২০২২ সালে অগ্নিবীর নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২১ থেকে বাড়িয়ে ২৩ করা হল। কিন্তু তাতেও বিক্ষোভের ঝাঁজ একটুও কমেনি বলে খবর।
এটিকে কেন্দ্র তথা প্রধানমন্ত্রীর অগ্নিপথ প্রকল্পের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজনাথ সিং, অমিত শাহের মত কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্বরা। শুক্রবার সকালে এই প্রসঙ্গে একটি টুইট করে রাজনাথ সিং লেখেন, ‘তরুণদের ভবিষ্যতের দিকে তাকিয়ে সংবেদনশীল সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হৃদয় থেকে ধন্যবাদ।’ অন্যদিকে একই ভাবে টুইটবার্তায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন টুইটারে লিখেছেন, ‘করোনা মহামারীর কারণে গত দু’বছর সেনা নিয়োগ প্রক্রিয়া বিশেষভাবে প্রভাবিত হয়। এজন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি যুব সম্প্রদায়ের কথা ভেবে অগ্নিপথ যোজনার প্রথম বছরে আবেদনকারীদের বয়সসীমা দুই বছর শিথিল করে ২১ থেকে ২৩ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তে বিশাল সংখ্যক যুবক লাভবান হবেন। অগ্নিপথ যোজনার মাধ্যমে দেশ সেবার এবং নিজেদের ভবিষ্যতের উজ্জ্বল করতে তারা এগোতে পারবে। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা।’