হরিয়ানা: ফের বিপাকে কংগ্রেস৷ ন্যাশনাল হেরাল্ডের ৬৪ কোটি ৯৩ লক্ষ টাকার জমি বাজেয়াপ্ত করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট। ২০০৫ সালে হরিয়ানার পাঁচকুলায় অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডকে জমিটি দিয়েছিল তৎকালীন সরকার৷ গত ১ ডিসেম্বর টাকা পাচার রোধ আইনে ইডি জমিটি প্রাথমিকভাবে বাজেয়াপ্ত করে৷
অভিযোগ, হরিয়ানার প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদা অবৈধভাবে ওই কোম্পানিকে পাঁচকুলায় সেক্টর ৬-এ সি-১৭ নম্বর প্লটে জমিটি পাইয়ে দিয়েছিলেন৷ এই সংস্থাটি গান্ধি পরিবার ছাড়াও অন্য কংগ্রেস নেতাদের অংশীদারি রয়েছেন। বুধবার ইডি জমিটি অধিগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।