ফের অশান্ত শবরীমালা, দুই মহিলা পূণ্যার্থীকে বাধা দেওয়ার অভিযোগ

কেরালা: ফের অশান্তি শবরীমালা মন্দিরে। বুধবার দুই মহিলা পূণ্যার্থী মন্দির যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ফেলেন। পুলিশ তাঁদের উদ্ধার করে গাড়িতে চাপিয়ে বের করে আনে। মহিলারা জানান, তাঁরা ৪১ দিন ব্রতপালন করেছেন। পুজো না দিয়ে তাঁরা ফিরবেন না। তাঁদের সঙ্গীদেরও পাম্বা বেস ক্যাম্পেই আটকে দেওয়া হয়। মহিলার দুজনের একজন উত্তর কেরলের।

ফের অশান্ত শবরীমালা, দুই মহিলা পূণ্যার্থীকে বাধা দেওয়ার অভিযোগ

কেরালা: ফের অশান্তি শবরীমালা মন্দিরে। বুধবার দুই মহিলা পূণ্যার্থী মন্দির যাওয়ার চেষ্টা করলে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা তাঁদের ঘিরে ফেলেন। পুলিশ তাঁদের উদ্ধার করে গাড়িতে চাপিয়ে বের করে আনে। মহিলারা জানান, তাঁরা ৪১ দিন ব্রতপালন করেছেন। পুজো না দিয়ে তাঁরা ফিরবেন না।

তাঁদের সঙ্গীদেরও পাম্বা বেস ক্যাম্পেই আটকে দেওয়া হয়। মহিলার দুজনের একজন উত্তর কেরলের। তিনি জানান, ব্রতপালন শুরু করার পর থেকেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। সোমবারই কনক দুর্গা নামে যে পঞ্চাশ বছরের নীচের মহিলা আয়াপ্পার মন্দিরে গিয়েছিলেন, তাঁর শ্বাশুড়ি তাঁকে লাঠিপেটা করে বাড়ি থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলের কোল্লামে এক সভায় রাজ্যের বাম সরকারকে আক্রমণ করে বলেছেন, তাদের আচরণ লজ্জাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *