ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, কতটা ক্ষতি হল পাকিস্তানের?

শ্রীনগর: পুলওয়ামা হামলার বদলা নিল ভারত৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান। রাত সাড়ে ৩টে নাগাদ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ১২টি মিরাজ হামলা চালায়। পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয় বলে সূত্রের খবর৷ মঙ্গলবার পাকিস্তানের ঢুকে হামলা চালানোর পর সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার ব্যাখা দেন ভারতীয়

ফের সার্জিক্যাল স্ট্রাইক ভারতের, কতটা ক্ষতি হল পাকিস্তানের?

শ্রীনগর: পুলওয়ামা হামলার বদলা নিল ভারত৷ পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারতীয় বায়ুসেনার বিমান। রাত সাড়ে ৩টে নাগাদ নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ১২টি মিরাজ হামলা চালায়। পাক জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে ১০০০ কেজি বোমাবর্ষণ করা হয় বলে সূত্রের খবর৷ মঙ্গলবার পাকিস্তানের ঢুকে হামলা চালানোর পর সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার ব্যাখা দেন ভারতীয় বিদেশ সচিব বিজয় গোখলে৷

সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, ‘‘ পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ দু’দশক ধরে পাকিস্তানে সক্রিয় জয়েশ৷ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসলেও পাত্তা দেয়নি পাকিস্তান৷ কোনও ব্যবস্থাও নেয়নি পাকিস্তান৷ আমাদের মনে হয়েছে, পাকিস্তান জঙ্গি শিবিরকে নিরাপত্তা দেয়৷ তাই ভারতীয় বায়ুসেনার তরফে এই অভিযান চালানো হয়েছে৷ এই হামলায় নিহত জয়েশ জঙ্গি সংগঠনের সিনিয়র কম্যান্ডার সহ প্রচুর জঙ্গি৷ জঙ্গি ঘাঁটিগুলি পরিচালনা করত মাসুদ আজহারের শ্যালক মৌলনা ইউসুফ আজহার৷’’

বায়ুসেনা সূত্রে খবর, বালাকোট, চাকোতি এবং মুজফ্ফরাবাদে জয়েশ জঙ্গিদের তিনটি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ১২টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে ৮০ কিমি ভিতরে ঢুকে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হয়। ধ্বংস করে দেওয়া হয় একাধিক জঙ্গি ঘাঁটি। ঘটনায় প্রায় ২০০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অতর্কিত এই সফল অভিযান চালিয়ে ১২টি যুদ্ধবিমানই ভারতের আদমপুর বায়ুসেনাঘাঁটিতে ফিরে আসে।

শোনা যাচ্ছে হামলার পরই পাকিস্তানের দিক লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা। আম্বালা, পাঠানকোট, হালওয়ারা বিমানঘাঁটিতে মিরাজ ২০০০, মিগ ২৯ এবং সুখোই ৩০-কে তৈরি রাখা হয়েছে। এছাড়া সমস্ত বায়ুসেনাঘাঁটিকে মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান।

জানা গিয়েছে, বালাকোট সেক্টর থেকে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলি। জয়েশ জঙ্গিঘাঁটি লক্ষ্য করে লেজার গাইডেড হামলা করা হয়। এর ফলে লক্ষ্যবস্তুতে নিঁখুতভাবে হামলা চালানো সম্ভব। শোনা যাচ্ছে হামলার জেরে পাকিস্তানের দুটি যুদ্ধবিমানও ধ্বংস করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =