নয়াদিল্লি: কিঞ্চিত কমেছিল সংক্রমণ, কিন্তু গতকালের তুলনায় আজ বেশ খানিকটা বেড়ে গেল দেশের কোভিড গ্রাফ। আবার ২ লক্ষ ৮০ হাজারের ওপর উঠল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি বাড়ছে ভারতের ওমিক্রন কেস। করোনার এই নতুন প্রজাতি নিয়েই যাবতীয় ভাবনা এবং উদ্বেগ। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের সতর্ক করে বলেছে যে, এখনই অতিমারি শেষ হচ্ছে তা ভাবার কোনও কারণ নেই।
কেন্দ্রীয় বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ জন৷ একই সময় মৃত্যু হয়েছে ৪৪১ জনের। দেশের মোট আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ৩ কোটি ৭৯ লক্ষ ০১ হাজার ২৪১ এবং মোট মৃত্যু ৪ লক্ষ ৮৭ হাজার ২০২। এদিকে, দেশের সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় হয়েছে ১৫.১৩ শতাংশ। দেশের সার্বিক সংক্রমণের হার ৫.৩৬ শতাংশ। এদিকে, এখনও পর্যন্ত দেশে মোট টিকাকরণ হয়েছে ১৫৮ কোটি.৮৮ লক্ষ ৪৭ হাজার ৫৫৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ৭৬ লক্ষ ৩৫ হাজার ২২৯ ডোজ। এদিকে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৫৫ লক্ষ ৮৩ হাজার ৩৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনাজয়ী ১ লক্ষ ৮৮ হাজার ১৫৭ জন। পাশাপাশি দেশে এখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬১ জনে। যা গতকালের তুলনায় বেড়েছে প্রায় ১ শতাংশ। আরও জানা গিয়েছে, ৫০ শতাংশের বেশি পড়ুয়া করোনার টিকার অন্তত একটি ডোজ পেয়ে গিয়েছে।
অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’ আবার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, করোনার নয়া রূপ ওমিক্রন এখন গোটা বিশ্বকে গ্রাস করেছে৷ যাঁরা এখনও টিকা পাননি তাঁদের অসুস্থতার তীব্রতা এবং মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি। করোনার অন্যান্য রূপগুলির চেয়ে ওমিক্রনের তীব্রতা খানিকটা কম হলেও, একে মৃদু বলে ভাবা ভুল হবে৷ কারণ, ওমিক্রনে আক্রান্তদেরও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, মৃত্যুও ঘটছে। তাই অতিমারির শেষের পথে এমন ভাবার কোনও অর্থ নেই।