Aajbikel

ফের কম্পন অনুভূত দেশের একাধিক অঞ্চলে, উৎসস্থল নেপাল

 | 
ভূমিকম্প

নয়াদিল্লি: ক'দিন আগেই প্রতিবেশী দেশ নেপালের সঙ্গে ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের রাজধানী নয়াদিল্লি, এনসিআর, অযোধ্যা সহ উত্তর ভারতের একটা বড় অংশ। অল্প দিনের ব্যবধানে আবার কম্পন অনুভূত হল দিল্লিতে। সোমবার বিকেলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ভূমিকম্প হয়, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬। এই নিয়ে তিন দিনে দ্বিতীয় বার কাঁপল নয়াদিল্লি। এই কম্পনেরও উৎসস্থল নেপাল বলে জানান গিয়েছে। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি সোশ্যাল মাধ্যমে জানিয়েছে, নেপালের মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন হয়।  

শনিবার রাতে নেপালে যে বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল তার মাত্র ছিল ৬.৮ এবং তার বিরাট প্রভাবেই ভারতের একাধিক অঞ্চলে কম্পন হয়। মূল কম্পনের পর ১৫৯ বার 'আফটার শক'-এ কেঁপেছে নেপাল। আজ আবার নতুন করে সেদেশে কম্পন হওয়ায় স্বাভাবিকভাবে চিন্তা বেড়েছে। নেপালের সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবারের পর রবিবারও মৃদু কম্পন হয়েছিল নেপালের বিস্তীর্ণ অঞ্চলে। যদিও গতকাল তার তেমন প্রভাব ভারতে পড়েনি। কিন্তু সোমবার প্রভাব পড়ল। 

এমনিতেই নেপাল বিশ্বের ১১তম ভূমিকম্পপ্রবণ দেশ। তাই মাঝে মাঝেই কম্পন অনুভূত হয় এই দেশে। শনিবারের ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেদেশে। জানা গিয়েছে, শেষ পাওয়া খবর অনুযায়ী, মারা গিয়েছেন দেড়শোর বেশি মানুষ।

Around The Web

Trending News

You May like