Aajbikel

ফের ডিএ বাড়তে পারে কেন্দ্রের কর্মচারীদের, এবার কত শতাংশ

 | 
টাকা

নয়াদিল্লি: মার্চ মাসেই ডিএ বৃদ্ধির ঘোষণা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য। ৪ শতাংশ হারে এই বৃদ্ধির ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। সেই সিদ্ধান্তের ২ মাসের মধ্যে আবার বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেল। কেন্দ্রীয় সরকার আবার তার কর্মীদের ডিএ বাড়াতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, আগামী ১ জুলাই থেকে ৩ থকে ৪ শতাংশ হারে ডিএ বৃদ্ধি হবে কেন্দ্রের কর্মচারীদের। 

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ডিএ পান। সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এখন সপ্তম বেতন কমিশনের সুপারিশে তাদের ডিএ আরও ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে বলেই ধারণা। আগামী জুলাই মাস পড়লেই বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। তবে আপাতত এই খবরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। 

কিছুদিন আগে ঝাড়খণ্ড সরকার তার কর্মীদের মহার্ঘভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে। আবার হিমাচল সরকারও সে রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়িয়েছে। এখন তাদেরও ৩৪ শতাংশ ডিএ। এই অবস্থায় দাঁড়িয়ে শুধু ডিএ নিয়ে ক্ষোভ পশ্চিমবঙ্গেই। এখনও এই রাজ্যে লাগাতার আন্দোলন হয়ে যাচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে। যদিও এখনও পর্যন্ত কোনও সুরাহা হয়নি এই ইস্যুতে। 

কলকাতা হাইকোর্টে মামলা থেকে অবস্থান বিক্ষোভ, কর্মবিরতি, ধর্মঘট এমনকি দিল্লি গিয়ে প্রতিবাদ... বাংলার সরকারি কর্মীদের একাংশ সবকিছুই করেছে। কিন্তু কোনও কিছুতেই লাভ হয়নি। হালে তারা আবার মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে শহর কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়া দিয়ে সেই মিছিল যাওয়ার কথা। এদিকে সম্প্রতি আদালতের নির্দেশে রাজ্যের সঙ্গে বৈঠকও করেছিল আন্দোলনকারীরা। নিটফল শূন্যই হয়েছে।  

Around The Web

Trending News

You May like